৯৪ বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত লেখক মিলান কুন্দেরা
দ্য আনবেয়ারেবল লাইটনেস অভ বিয়িং উপন্যাসের লেখক মিলান কুন্দেরা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। চেক বংশোদ্ভূত এই লেখক প্রায় ৫০ বছর ধরে ফ্রান্সে বসবাস করছিলেন।
কুন্দেরার ব্যক্তিগত সংগ্রহ সংরক্ষণে রাখা মোরাভিয়ান লাইব্রেরির মুখপাত্র আনা ম্রাজোভা বলেন, 'দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার (১১ জুলাই) প্যারিসে কুন্দেরা মারা গেছেন।'
চেক প্রজাতন্ত্রের শহর ব্রনোতে জন্মগ্রহণ করেন কুন্দেরা। ১৯৬৮ সালে চেকোস্লোভাকিয়ায় সোভিয়েত আক্রমণের সমালোচনায় করায় ১৯৭৫ সালে তাকে ফ্রান্সে নির্বাসনে যেতে হয়।
দৈনন্দিন জীবনের জাগতিক বাস্তবতা এবং চমৎকার সব গল্পের মাধ্যমে চরিত্রগুলো ফুটিয়ে তোলার শৈলীর জন্য প্রশংসিত হন কুন্দেরা।
কুন্দেরা খুব কমই সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বিশ্বাস করতেন, লেখকদেরকে তাদের কাজের মাধ্যমে কথা বলা উচিত।
১৯৬৭ সালে তার প্রথম উপন্যাস দ্য জোক প্রকাশ পায়। সেখানে তিনি চেকোস্লোভাক কমিউনিস্ট শাসনের নেতিবাচক চিত্র তুলে ধরেন। উপন্যাস প্রকাশের সময়ও তিনি কমিউনিস্ট দলটির সদস্য ছিলেন।
১৯৭৬ সালে ফরাসি দৈনিক লো মঁদ-এ দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তার লেখাকে রাজনৈতিক বলে আখ্যা দেওয়া হলো শিল্পকে সরলীকরণ করা এবং তাদের প্রকৃত তাৎপর্যকে অস্পষ্ট করা।