‘টমেটো দামি মনে হলে বাড়িতে উৎপাদন করুন অথবা লেবু খান’, উত্তরপ্রদেশের মন্ত্রীর বক্তব্য ভাইরাল
ভারতে রকেটের গতিতে বেড়ে গিয়েছে টমেটোর দাম। গেল সপ্তাহেই নয়াদিল্লির বাজারগুলোতে এক কেজি টমেটো বিক্রি হয়েছে ১৩৮ রূপি করে। টমেটোর এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে তোপের মুখে রয়েছে বিজেপি সরকার। এরই মাঝে উত্তরপ্রদেশের নারী কল্যাণ ও শিশু পুষ্টি বিষয়ক দপ্তরের মন্ত্রী প্রতিভা শুক্লা রবিবার (২৩ জুলাই) বলেছেন, টমেটো যদি অনেক দামি মনে হয়, তাহলে মানুষের উচিত তা বাড়িতে উৎপাদন করা, আর নাহয় টমেটো খাওয়া বন্ধ করে দেওয়া।
উত্তরপ্রদেশ সরকারের একটি বৃক্ষরোপণ উৎসবে প্রতিভা শুক্লা এই মন্তব্য করেন। প্রতিভা শুক্লা বলেন, 'যদি টমেটো খুব দামি মনে হয়, তাহলে তা বাড়িতে উৎপাদন করুন। যদি টমেটো খাওয়া বন্ধ করেন, তাহলে দাম স্বভাবতই কমে যাবে। আপনারা টমেটোর জায়গায় লেবু খেতে পারেন। কেউ টমেটো না খেলে তার দাম এমনিতেই কমে যাবে।'
উত্তরপ্রদেশের আসাহি গ্রামের উদাহরণ দিয়ে এই মন্ত্রী বলেন, এই মূল্যস্ফীতির একটি সমাধান রয়েছে। আর সেই কারণেই তিনি টমেটোর দাম কমাতে বাড়িতে টমেটো গাছ রোপণ করার পরামর্শ দিয়েছেন বলে জানান।
এদিক রাজ্যের ভোক্তা সুরক্ষা বিষয়ক অধিদপ্তরের মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে শুক্রবার বলেছেন, ভোক্তা বিষয়ক দপ্তর টমেটোসহ ২২টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিদিনকার দাম মনিটর করবে।
তিনি আরও বলেন, টমেটোর বর্তমান মূল্যবৃদ্ধি রোধ করতে এবং সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সরকার প্রাইস স্ট্যাবিলাইজেশন ফান্ড-এর আওতায় টমেটো সংগ্রহ শুরু করেছে এবং ভোক্তাদের কাছে উচ্চ ভর্তুকি মূল্যে তা সরবরাহ করছে।