নারীদের পোশাকের মাপ নিতে বা চুল কাটতে পারবেন না পুরুষরা, প্রস্তাব উত্তরপ্রদেশে
পুরুষ দর্জিরা নারীদের পোশাকের মাপ নিতে কিংবা সেলুনে পুরুষ কর্মীরা নারীদের চুল কাটতে পারবে না। 'হেনস্থা থেকে' নারীদের রক্ষা করতে এসব প্রস্তাব দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের রাজ্য মহিলা কমিশন। গত ২৮ অক্টোবর নারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে রাজ্য মহিলা কমিশনের একটি বৈঠকে এই প্রস্তাব তোলা হয়েছে।
বৈঠকে পুরুষদের নারীদের পোশাকের মাপ নিতে না দেওয়া এবং এসব জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানোর মতো বিষয়গুলো উঠে আসে।
শুক্রবার (৮ নভেম্বর) মহিলা সংগঠনের সদস্য হিমানী আগরওয়াল পিটিআইকে বলেন, '২৮ অক্টোবর মহিলা কমিশনের বৈঠকে প্রস্তাব পেশ করা হয়েছিল যে শুধু নারী দর্জিরাই নারীদের পোশাকের মাপ নেবেন এবং এই জায়গাগুলোতে সিসিটিভি লাগানো উচিত।'
তিনি বলেন, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ববিতা চৌহান এই প্রস্তাবটি উত্থাপন করেছেন এবং বৈঠকে উপস্থিত সদস্যরা এটিকে সমর্থন করেছেন।
আগরওয়াল বলেন, 'আমরা এটাও বলেছি যে সেলুনে শুধুমাত্র নারী কর্মীরাই নারী খদ্দেরদের সেবা দেওয়া উচিত।'
তিনি আরও বলেন, 'আমরা মনে করি, পুরুষরা এ ধরনের পেশায় জড়িত থাকায় নারীরা শ্লীলতাহানির শিকার হন। তারা [পুরুষরা] নারীদের খারাপভাবে স্পর্শ করার চেষ্টা করে।'
আগরওয়াল বলেন, 'এমন না যে সব পুরুষেরই খারাপ উদ্দেশ্য থাকে। তবে কিছু পুরুষের উদ্দেশ্য ভাল থাকে না।'
তিনি বলেন, 'এখন পর্যন্ত শুধু একটি প্রস্তাব তোলা হয়েছে এবং মহিলা কমিশন পরবর্তীকালে রাজ্য সরকারকে এ বিষয়ে আইন প্রণয়নের জন্য অনুরোধ করবে।'
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি