সরবরাহ কমায় বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে
আন্তর্জাতিক সরবরাহ ও উৎপাদন হ্রাসের লক্ষণ দেখা যাওয়ার পর গতকাল সোমবার বিশ্ববাজারে তেলের দাম তিন মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যের কাছাকাছি উঠে গেছে।
ওপেক ও সহযোগী দেশগুলো সরবরাহ কমানোর জন্যই মূলত তেলের দাম ফের বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে বিশ্বের বৃহত্তম তেল ব্যবহারকারী দেশ যুক্তরাষ্ট্রের তেলের চাহিদা বাড়ার কারণেও তেলের দাম বেড়েছে।
বিশ্ববাজারে অক্টোবর ব্রেন্ট ক্রুড তেলের দাম ১.২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৮৫.৪৩ মার্কিন ডলার।
এ বছর ব্রেন্ট ক্রুডের সর্বোচ্চ দাম উঠেছিল গত মার্চে, ব্যারেলপ্রতি ৮৮.৩১ ডলার।
সৌদি আরব দিনে ১ বিলিয়ন ব্যারেল উৎপাদন কমাচ্ছে তেলের দাম বাড়ানোর জন্য। আগস্ট পর্যন্ত তাদের তেল উৎপাদন কমানোর কথা থাকলেও সেটি সম্ভবত সেপ্টেম্বর পর্যন্ত চালিয়ে যেতে যায়।
এ বছরের জুনে ওপেক, রাশিয়াসহ সহযোগী দেশগুলো সিদ্ধান্ত নেয় যে ২০২৪ সাল পর্যন্ত তেলের উৎপাদন কমানো হবে। ওই সময় সৌদি আরব সিদ্ধান্ত নেয় যে এ বছরের জুন পর্যন্ত দিনে আরও ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমাবে। এরপর সে মেয়াদ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
এদিকে গত মে মাসে যুক্তরাষ্ট্রের তেলের চাহিদা দৈনিক ২ কোটি ৭ লাখ ব্যারেলে ওঠে। ২০১৯ সালের আগস্টের পর যা সর্বোচ্চ।