খাঁচাবন্দি লড়াইয়ের বিষয়টি ‘গুরুত্বের সাথে নিচ্ছেন না’ ইলন মাস্ক: জাকারবার্গ
মেটার সিইও মার্ক জাকারবার্গের সঙ্গে বদ্ধ খাঁচায় লড়াই করবেন স্পেসএক্স-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক, এমন জল্পনা অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। কিন্তু এবার জাকারবার্গ জানিয়ে দিয়েছেন- ইলন মাস্ক এই লড়াইকে 'গুরুত্বের সাথে দেখছেন না' এবং 'এ বিষয়ে আলোচনা বন্ধ করার সময় হয়েছে'; খবর বিবিসির।
নিজের সোশ্যাল মিডিয়া সাইট থ্রেডস-এ একটি পোস্টে মেটার বস বলেন, তিনি টেসলার সিইওকে 'সত্যিকারের একটা তারিখ' দিয়েছিলেন ঠিকই, কিন্তু মাস্ক তখন অজুহাত দেখিয়েছেন।
এর আগে রবিবার ইলন মাস্ক তার নিজের মালিকানাধীন ম্যাসেজিং সাইট 'এক্স' (প্রাক্তন নাম টুইটার)-এ জানান, তিনি জাকারবার্গের সঙ্গে লড়াই করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, পারলে সোমবারই তিনি লড়াইয়ে লিপ্ত হন!
মূলত এই ঘটনার শুরু গত ২১ জুন একটি টুইটকে কেন্দ্র করে। ঐ টুইটে জাকারবার্গ নতুন আরেকটি সোশ্যাল মিডিয়া খোলার পরিকল্পনার কথা জানান।
মাস্ক সেই ঘোষণা নিয়ে জাকারবার্গকে খোঁচা দিয়ে একটি টুইট করেন। ঐ টুইটকে কেন্দ্র করে এক ব্যক্তি ঠাট্টা করে টেসলা প্রতিষ্ঠাতাকে জিউ-জিৎসু প্রতিযোগিতায় জাকারবার্গের মেডেল পাওয়ার প্রসঙ্গ স্মরণ করিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।
জবাবে ইলন মাস্ক বলেন, "জাকারবার্গ রাজি থাকলে তার সঙ্গে খাঁচায় লড়তে আমি প্রস্তুত।"
এরপর থেকেই বিষয়টি গণমাধ্যমে ব্যাপক কাভারেজ পেয়েছে। এই লড়াই কোথায় হবে, কবে হবে, কারা সম্প্রচার করবে, আয়োজন করবে কারা- এই সব বিষয় নিয়েই আপডেট দিতে ব্যস্ত সংবাদমাধ্যমগুলো।
কিন্তু কয়েক মাস যাবত আলোচনা চললেও, এই দুই বিলিয়নিয়ার এখনো কোনো তারিখ ঠিক করতে সক্ষম হননি, ফলে এ লড়াই আদৌ হবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে অনেকের মনে।
গেল সপ্তাহে জাকারবার্গ বলেছিলেন, মাস্কের সঙ্গে খাঁচায় লড়াইয়ের জন্য তিনি ২৬ আগস্ট তারিখ নির্ধারণ করার প্রস্তাব দিয়েছিলেন। শুক্রবার নতুন টুইস্ট হিসেবে জানা যায়, ইতালির সংস্কৃতিমন্ত্রী মাস্ক বনাম জাকারবার্গের লড়াইটি আয়োজনের ব্যাপারে কথা বলেছেন। তারা মূলত একটি চ্যারিটি ইভেন্ট হিসেবে এটি আয়োজন করতে চান।
কিন্তু রবিবার জাকারবার্গ আবারও থ্রেডসে পোস্ট করেন: "ইলন কোনো তারিখ নিশ্চিত করেননি, তারপর আবার বলছেন যে তার সার্জারি করতে হবে, এখন আবার আমার বাড়ির পেছনের উঠোনে অনুশীলন রাউন্ড করতে চাইছেন।"
জাকারবার্গ আরও বলেন, "ইলন যদি সত্যিই এই লড়াইয়ের আয়োজন করতে চান, তাহলে আমার সাথে কিভাবে যোগাযোগ করতে হবে তা তার ভালোই জানা আছে। তা নাহলে এ বিষয়ে আলোচনা এখন বন্ধ করা উচিত। তার চেয়ে বরং আমি তাদের সঙ্গেই লড়বো, যারা খেলাটাকে গুরুত্বের সাথে নেবে।"
জবাবে আবার ইলন মাস্ক মেটার সিইওর প্রসঙ্গে বলেছেন, 'জাকের মুরগির কলজে'। অর্থাৎ জাকারবার্গ ভীতু।
এর আগে ইলন মাস্ক তার এবং জাকারবার্গের মধ্যে টেক্সট ম্যাসেজ বিনিময়ের কথা পোস্ট করেছিলেন। সেখানে দেখা যায়, তিনি জাকারবার্গকে বলছেন যে তিনি সোমবার মেটার সদর দপ্তর পালো আলতো'তে থাকবেন এবং লড়াইটা হবে অক্টাগনে।
মাস্ক আরও বলেন, "আমি তেমন অনুশীলন করছি না, শুধু আজ লেক্স ফ্রিডম্যানের (কম্পিউটার সায়েন্টিস্ট ও পডকাস্ট হোস্ট) সঙ্গে একটা সংক্ষিপ্ত লড়াই ছাড়া।
যদিও আমি মনে করি এটা অসম্ভব, আমাদের আকার-আকৃতির পার্থক্য বিবেচনায়, হয়তো আপনি আধুনিককালের ব্রুস লি এবং কোনোভাবে হয়তো জিতে যাবেন।"
৫২ বছর বয়সী ইলন মাস্ক এবং ৩৯ বছর বয়সী মার্ক জাকারবার্গ প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে হাই-প্রোফাইল দুই বিলিয়নিয়ার।
গত জুনে ইলন মাস্কের 'আপ ফর আ কেজ ফাইট' টুইট করার মধ্য দিয়ে জাকারবার্গের সঙ্গে তার লড়াইয়ের অদ্ভুত জল্পনা শুরু হয়।
মেটার বস মার্ক জাকারবার্গ ইতোমধ্যেই মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) প্রশিক্ষণপ্রাপ্ত এবং সম্প্রতি তিনি জিউ-জিৎসু টুর্নামেন্টে জিতেছেন। মাস্কের টুইটে জবাবে তিনিও লিখেছিলেন 'সেন্ড মি লোকেশন' বা 'ঠিকানা পাঠিয়ে দাও'।