এক্স থেকে বাতিল হচ্ছে অ্যাকাউন্ট ব্লক করার ফিচার; জানালেন ইলন মাস্ক
প্ল্যাটফর্মের নাম থেকে শুরু করে ফিচার, জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট এক্স (প্রাক্তন নাম টুইটার) এ যেন প্রতিনিয়তই আসছে একের পর এক পরিবর্তন। এবার সোশ্যাল প্ল্যাটফর্মটিতে অন্য অ্যাকাউন্ট ব্লক করার ফিচারটিও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল (শুক্রবার) এক্স এ পোস্ট করে নিজেই এ তথ্য জানান প্ল্যাটফর্মটির মালিক ইলন মাস্ক।
নতুন সিদ্ধান্ত মোতাবেক, শুধু সরাসরি মেসেজের ক্ষেত্রে ব্লক অপশনটি চালু রাখা হবে। তবে সার্বিকভাবে অ্যাকাউন্ট ব্লক করার যে ফিচারটি এতদিন চালু ছিল, সেটি সরিয়ে ফেলা হবে।
বহুদিন ধরেই এক্স এ অ্যাকাউন্ট ব্লকের ফিচারটি একটি জনপ্রিয় সেইফটি টুল হিসেবে ব্যবহার হয়ে আসছে। এতে করে একজন ব্যবহারকারী অনাকাঙ্ক্ষিত বহু পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করতে পারে।
ব্লক ফিচারটির ফলে ব্লকড অ্যাকাউন্ট ব্যবহারকারী ব্লক করা ব্যবহারকারীর কোনো পোস্ট দেখতে পায় না। একইসাথে ব্লকড অ্যাকাউন্টেরও কোনো পোস্টও নিজের ফিডে আসে না। এছাড়াও ব্লকড অ্যাকাউন্ট থেকে ঐ ব্যবহারকারীকে সরাসরি মেসেজও করা যায় না।
ব্লক ফিচারটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলেও থাকছে অন্য অ্যাকাউন্ট মিউট করার ফিচার। এতে করে নির্দিষ্ট কোনো অ্যাকাউন্টের পোস্ট যাতে ফিডে না দেখায় সেটি নিশ্চিত করা যাবে।
তবে মিউট করা অ্যাকাউন্ট থেকে অবশ্য ঠিকই যে মিউট করেছে, তার প্রোফাইল ও পোস্ট দেখা যাবে। এমনকি পোস্টে রেসপন্স করা কিংবা রিপোস্ট করার সুযোগও রয়েছে। এছাড়া অ্যাকাউন্ট মিউট করলেও ডিরেক্ট মেসেজ করার অপশন চালু থাকবে।
গত বছরের অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে এক্স কিনে নিয়েছিলেন ধনকুবের ইলন মাস্ক। এরপর থেকে প্রতিষ্ঠানটির কর্মী থেকে শুরু করে সেইফটি পলিসিতে তিনি নানা পরিবর্তন এনেছেন।
তারই ধারাবাহিকতায় মাস্ক এক্স এর কন্টেন্ট মডারেটরদের বরখাস্ত করেছেন। একইসাথে পূর্বে নিয়ম ভঙ্গের কারণে ব্যান করা ব্যবহারকারীদের তিনি ফিরিয়ে এনেছেন।
অন্যদিকে মাস্কের মালিকানা গ্রহণের পর এক্স থেকে বড় সংখ্যক বিজ্ঞাপনদাতা সরে এসেছে। এতে করে বিজ্ঞাপন থেকে মাইক্রো-ব্লগিং সাইটটির আয় প্রায় ৫০ ভাগ পর্যন্ত কমে গিয়েছে।
মাস্কের সেইফটি পলিসি পরিবর্তনের বিষয়টি নিয়ে বহু সমালোচনাও রয়েছে। তবে এক্স এর বর্তমান সিইও লিন্ডা ইয়াকারিনো অবশ্য এটিকে সমস্যা হিসেবে মানতে নারাজ।
লিন্ডা ইয়াকারিনো বলেন, "টুইটারের (এক্স) ৯৯ ভাগেরও বেশি কন্টেন্ট ইউজার ও বিজ্ঞাপনদাতা প্ল্যাটফর্মটিকে বেশ 'স্বাস্থ্যকর' মনে করেন।" তবে এখানে 'স্বাস্থ্যকর' বলতে সর্বোপরি তিনি ঠিক কী বুঝাচ্ছেন এবং কোম্পানিটি এটি কীভাবে হিসেব করে সে সম্পর্কে স্পষ্ট করে কিছুই জানাননি লিন্ডা।
এদিকে ভেরিফিকেশনের ক্ষেত্রে আগেই টাকা নেওয়া চালু করেছিল এক্স। এখন লোগো পরিবর্তনসহ এক্স এ নির্দিষ্ট সংখ্যার বেশি পোস্ট দেখা যায় না। ভেরিফায়েড অ্যাকাউন্ট হলে দৈনিক ৬,০০০ পোস্ট দেখা বা পড়া যাবে। এদিকে আনভেরিফায়েড অ্যাকাউন্ট দিনে মাত্র ৬০০টি পোস্ট পড়তে বা দেখতে পারবে।