‘ক্যাপচা’ সমাধানের দিন শেষ হচ্ছে!
অনলাইনে সবচেয়ে বিরক্তিকর অভিজ্ঞতাগুলোর একটি হলো 'ক্যাপচা' সমাধান করা।
ক্যাপচা হচ্ছে বিশেষ ফন্টে লেখা শব্দ বা ছবির ধাঁধা। অনেক ওয়েবসাইটে প্রবেশ করতে গেলেই ওই ব্যক্তি রোবট না মানুষ, তা জানার জন্য 'ক্যাপচা' সমাধানে বাধ্য করে ওয়েবসাইটগুলো।
ক্যাপচার সমাধান সঠিকভাবে করতে না পারলে ওয়েবসাইটে প্রবেশ করা যায় না। তাই এই ক্যাপচা পূরণ বেশিরভাগ ব্যবহারকারীর কাছেই অত্যন্ত বিরক্তিকর একটা কাজ।
তবে ক্যাপচা যারা অপছন্দ করেন, তাদের জন্য আছে সুখবর। কেননা ক্যাপচা ব্যবহার না করেই বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করার সুযোগ চালু করতে যাচ্ছে গুগল ক্রোম ও মাইক্রোসফট এজ ব্রাউজার।
গত এপ্রিলে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে (টুইটার) লিওপেভা৬৪ নামে একজন ব্যবহারকারী দেখেন, ডেস্কটপের গুগল ক্রোমে ক্যাপচা অটো ভেরিফাই করার জন্য নতুন ফিচারের পরীক্ষা চালানো হচ্ছে। স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, গুগল নীরবে ক্রোম সেটিংসে 'অটো-ভেরিফাই' পেজ যোগ করেছে।
এই ফিচার চালু করা হলে ব্যবহারকারীরা একবার কোনো ওয়েবসাইটে ক্যাপচা সমাধান করে প্রবেশ করলে ক্রোম ব্রাউজার সেটি সংরক্ষণ করে রাখবে। সেইসঙ্গে ওই ব্যবহারকারীকে স্বয়ংক্রিয়ভাবে সত্যিকারের মানুষ বলে যাচাই করে নেবে। এর ফলে ক্যাপচা সমাধান না করেই সরাসরি নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করা যাবে।
এই ফিচার দিন দিন আরও উন্নত হচ্ছে। কয়েকদিন আগে লিওপেভা৬৪ আবারও এক্সে পোস্ট করে জানান, মাইক্রোসফট ওজও একই ধরনের সুবিধা চালুর জন্য পরীক্ষা চালাচ্ছে। যদিও এজ ব্রাউজারের অ্যান্ড্রয়েড সংস্করণেরই এখন পর্যন্ত এ সুবিধা পাওয়া যাচ্ছে। নতুন এ ফিচার শিগগিরই সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।