সব পিসিতেই শীঘ্রই এআই অ্যাপ্লিকেশন চালু হবে: ইন্টেল
পৃথিবীর সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইন্টেল আশাবাদী যে, ব্যক্তিগত কম্পিউটারের (পিসি) পরবর্তী প্রজন্ম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন অ্যাপ্লিকেশনগুলো চালাতে সক্ষম হবে। খবরটি প্রকাশ করেছে মার্কিন ব্যারনস সাময়িকী।
বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেল ও এইচপির নির্বাহীরাও জানিয়েছেন, আগামী বছর এআই-ক্যাপেবল ল্যাপটপ বাজারে আসছে আর ইন্টেল তাদের সে উদ্দেশ্য পূরণে পাশে থাকবে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান হোসে-তে এক ডেভেলপার ইভেন্টে ইন্টেল (আইএনটিসি) সিইও প্যাট গেলসিঙ্গার 'দ্য এআই পিসি' এর পরিকল্পনা উন্মোচন করেন। তাদের আশা- 'এআই ছড়িয়ে যাবে সবখানে'।
কোম্পানিটি জানায়, এআই-সক্ষম পিসিতে ইন্টেল কোর আল্ট্রা প্রসেসর থাকবে, যার কোডের নাম হবে 'মিটিওর লেক'। আগামী ১৪ ডিসেম্বর থেকে শিপিং শুরু হবে এর। নতুন প্রসেসরে ইন্টেলের একেবারে প্রথম ইন্টিগ্রেটেড (সমন্বিত) নিউট্রাল প্রসেসিং ইউনিটও থাকবে।
তাছাড়া ল্যাপটপে লোক্যালি এআই ক্যাপাবিলিটি থাকলে তা ব্যক্তিগত কম্পিউটার খাতের মোড় ঘুরিয়ে দেবে; এটি গ্রাহকদের ক্লাউডের সাথে সংযোগের প্রয়োজন ছাড়াই স্থানীয়ভাবে জেনারেটিভ এআই অ্যাপ্লিকেশন চালানোর সুযোগ করে দেবে।
গেলসিঙ্গারের ভাষ্যে, পিসিতে এআই- প্রযুক্তিগত উদ্ভাবনে এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত যোগ করতে যাচ্ছে।
তিনি জানান, নতুন পিসিগুলো পার্সোনাল প্রডাক্টিভিটি অ্যাপ্লিকেশন এবং অন্যান্য সফটওয়্যারের এআই টাস্কের জন্য মাইক্রোসফটের কো পাইলট সফটওয়্যার চালাতে সক্ষম হবে।
ইন্টেল জিওন প্রসেসর এবং ইন্টেল গৌডিটু এআই হার্ডওয়্যার এক্সিলারেটরে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি বৃহৎ সুপার কম্পিউটার তৈরির পরিকল্পনার কথাও ঘোষণা করেছে কোম্পানিটি।