কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো ভারত সরকার
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) থেকে কানাডার নাগরিকদের জন্য ভারতের ভিসা পরিষেবা স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে ভিসা কনসালটেন্সি পরিষেবা প্রতিষ্ঠান বিএলএস ইন্টারন্যাশনাল। ভারতীয় মিশনের এক বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে নিজেদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এর আগে, কানাডায় খালিস্থানি নেতা হরদিপ সিং নিজ্জর হত্যার পেছনে ভারত সরকারের হাত থাকতে পারে বলে মন্তব্য করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর জের ধরে সোমবার (১৮ সেপ্টেম্বর) ভারতীয় এক কূটনীতিককে বহিষ্কারের পরদিন মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) পাল্টা জবাব হিসেবে কানাডার এক জ্যেষ্ঠ কূটনীতিককে বহিষ্কার করে ভারত সরকার।
যদিও কানাডা সরকারের অভিযোগকে 'অযৌক্তিক' বলে নাকচ করে দিয়েছে ভারত। তবে, এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা চলছে।
বিএলএস ইন্টারন্যাশনালের ওয়েবসাইট অনুসারে, প্রক্রিয়াগত কারণ উল্লেখ করে ভিসা পরিষেবা স্থগিত রাখার কথা বলা হয়েছে ভারতীয় মিশনের বিজ্ঞপ্তিতে; সেখানে আরও বলা হয়েছে, 'পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত' ভিসা পরিষেবা (কানাডার নাগরিকদের জন্য) স্থগিত থাকবে।
উল্লেখ্য, চলতি বছরের ১৮ জুন আততায়ীর গুলিতে নিহত হন কানাডায় বসবাসকারী শিখ নেতা হরদিপ সিং নিজ্জর। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে হত্যাকাণ্ডের শিকার হন তিনি।