৪৩ বছর বয়সে মারা গেলেন নেলসন ম্যান্ডেলার নাতনি জোলেকা
ক্যান্সারে আক্রান্ত হয়ে ৪৩ বছর বয়সে মারা গেছেন নেলসন ম্যান্ডেলার নাতনি জোলেকা ম্যান্ডেলা। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তার পরিবারের মুখপাত্র এ কথা জানিয়েছেন।
জোলেকা ম্যান্ডেলার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা ওই পোস্টে জানানো হয়, সোমবার (২৫ সেপ্টেম্বর) তার মৃত্যুর সময় বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনরা জোলেকার সাথেই ছিল।
তার এই অ্যাকাউন্টেই জোলেকা নিজের ক্যান্সার যাত্রার অভিজ্ঞতা শেয়ার করতেন।
২৩ আগস্ট এক পোস্টে তিনি লিখেন, "আমি আমার সন্তানদের কী বলব? আমি কিভাবে তাদের বলব যে এবার হয়তো আমি আর বাঁচতে পারবো না? আমি কিভাবে তাদের বলব যে সবকিছু ঠিক হয়ে যাবে যখন সব ঠিক হবে না? আমি মারা যাচ্ছি...কিন্তু আমি মরতে চাই না।"
নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশনও মঙ্গলবার একটি বিবৃতিতে জোলেকার মৃত্যুর খবর জানায়।
ফাউন্ডেশনটি তাকে 'স্বাস্থ্যসেবা এবং ন্যায়বিচারের জন্য এক অক্লান্ত কর্মী' হিসেবে বর্ণনা করেছে।
বিবৃতিতে বলা হয়, "ক্যান্সার প্রতিরোধ সম্পর্কে সচেতনতা তৈরিতে তার কাজ এবং এ রোগ নিয়ে যেসব জনশ্রুতি আছে, তা ভেঙ্গে দেওয়ার জন্য তার অটল প্রতিশ্রুতি আমাদের সকলকে অনুপ্রাণিত করবে।"
২০১০ সালে গাড়ি দুর্ঘটনায় জোলেকার ১৩ বছর বয়সী মেয়ে জেনানি মারা যায়। এরপর থেকে নিরাপদ সড়ক অভিযান নিয়েও সক্রিয় ছিলেন তিনি।