সাহিত্যে নোবেল জিতলেন নরওয়ের জন ফসে
২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়েজিয়ান লেখক জন ফসে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করেছে সুইডিশ একাডেমি।
সুইডিশ অ্যাকাডেমি এক বিবৃতিতে বলেছে, অনুচ্চারিত সব কথা লেখার মধ্য দিয়ে তুলে আনার জন্য নোবেল জিতেছেন জন ফসে।
জন ফসে একাধারে লেখক ও নাট্যকার। তার সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। নরওয়েজে হেনরিক ইবসেনের পর তার নাটকই সবচেয়ে বেশি মঞ্চস্থ হয়েছে।
পুরস্কারের ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা পাবেন এই লেখক। গত বছর সাহিত্যে নোবেল পেয়েছিলেন ফরাসি লেখক আনি এরনো।
জন ফসের জন্ম ১৯৫৯ সালের ২৯ সেপ্টেম্বর, নরওয়ের হাউজসুন্ডে। তিনি বার্গেন বিশ্ববিদ্যালয়ে 'তুলনামূলক সাহিত্য' নিয়ে পড়াশোনা করেন।
ফসের প্রথম উপন্যাস 'Raudt, svart' (রেড, ব্ল্যাক) প্রকাশিত হয় ১৯৮৩ সালে। তার প্রথম নাটক 'ওগ অলড্রি স্কাল ভি স্কিলজাস্ট' (এন্ড উইল নেভার বি বিভার্ট) ১৯৯৪ সালে অভিনীত হয়।
এছাড়া ফসে ৪০টির মতো নাটক লিখেছেন। এর বাইরে অনেকগুলো উপন্যাস, প্রবন্ধ, শিশুতোষ বই ও অনুবাদের বই আছে তার।