ইসরায়েলে হামাসের আক্রমণে তেলের দাম বাড়ছে
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার চলমান সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক তেলের বাজারে। যার ফলে তেলের দাম গড়ে শতকরা ৫ ভাগ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
বিশ্বে অপরিশোধিত তেলের প্রায় এক-তৃতীয়াংশের উৎস মধ্যপ্রাচ্য। আর ইসরায়েল-ফিলিস্তিন সংকটে এই অঞ্চলটির স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে।
সোমবার (৯ অক্টোবর) লেনদেনের শুরুতে এশীয় বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ৪ দশমিক ৯৪ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি সর্বোচ্চ ৮৮ দশমিক ৭৬ মার্কিন ডলারে বিক্রি হয়েছে।
অর্থাৎ তেলটির দাম বেড়েছে প্রায় ৪ দশমিক ৯৪ শতাংশ। অথচ তিনদিন আগে (৬ অক্টোবর) এই তেলের দাম ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৫৮ ডলার ছিল বলে জানিয়েছে রয়টার্স।
এদিন দাম বেড়েছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটেরও (ডব্লিউটিআই)। আজ (সোমবার) এশীয় বাজারে ডব্লিউটিআই'র দাম ৪ দশমিক ২৩ ডলার বা ৫ দশমিক ১১ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৭ দশমিক ০২ ডলারে পৌঁছেছে।
এদিকে আল জাজিরার তথ্যমতে, হামাসের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৭০০ জন ইসরায়েলির মৃত্যু হয়েছে। আর আহত হয়েছে ২ হাজার জনের বেশি। সেইসঙ্গে বহু ইসরায়েলিকে জিম্মি হিসেবে আটক করেছে হামাসের যোদ্ধারা।
অন্যদিকে, ইসরায়েলের পাল্টা আক্রমণে সংঘাতের তৃতীয় দিন পর্যন্ত অন্তত ৪১৩ জন ফিলিস্তিনি নিহত ও ২ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনের কর্মকর্তারা।
এদিকে সংঘাতপূর্ণ এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধজাহাজ পাঠানোর কথা বলা হয়েছে। তবে বিশ্লেষকদের মতে ইসরায়েল-ফিলিস্তিনের সাম্প্রতিক সহিংসতা তেল কেনা-বেচায় ততটা বড় প্রভাব সৃষ্টি করবে না। কিন্তু সংঘর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান যদি পরোক্ষভাবে জড়িয়ে পড়ে তবে সেটি বিধ্বংসী প্রক্সি যুদ্ধে রুপ নিতে পারে। সেক্ষেত্রে তখন স্বাভাবিকভাবেই তেলের বাজারে অস্থিরতা তৈরি হবে।
এক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে যদি বড় ধরণের কোনো ব্যবস্থা নেওয়া হয় তবে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বাধাগ্রস্থ হতে পারে। ইরানের পক্ষ থেকে আগেও এই জলপথ দিয়ে জাহাজ চলাচল বন্ধের হুমকি দেওয়া হয়েছে।
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত এমন এক সময় শুরু হয়েছে, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সম্পর্ক কিছুটা উন্নতির দিকে যাচ্ছিল। ফলে ইরান থেকে অপরিশোধিত তেলের চালান গত পাঁচ বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
এমতবস্থায় সংকটময় পরিস্থিতির সৃষ্টি হলে ইরান হরমুজ প্রণালীকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারে। এই জলপথ দিয়েই প্রতিদিন প্রায় ১৭ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন হয়।
হামাসের আকস্মিক হামলার পর জনগণের উদ্দেশে দেওয়া বিবৃতিতে হামাসকে 'নজিরবিহীন মূল্য' চুকাতে হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেন, "ইসরায়েলের জনগণ, আমরা যুদ্ধের মধ্যে রয়েছি (উই আর অ্যাট ওয়ার)। ...আজ সকালে ইসরায়েল রাষ্ট্র ও এর জনগণের বিরুদ্ধে খুনে হামলা চালিয়েছে হামাস।"
হামাসের হামলার কয়েক ঘণ্টা পর নেতানিয়াহুর এই ভিডিও বার্তা প্রচার করা হয়। তিনি বলেন, "পাশাপাশি আমি সর্বোচ্চ সংখ্যায় রিজার্ভ সেনাদের সমবেত করার নির্দেশ দিয়েছি। যাতে এমন বড় ও তীব্র পাল্টা হামলা চালানো যায়, শত্রুপক্ষ আগে কখনোই যেমন হামলার সম্মুখীন হয়নি।"