ইসরায়েলের ভেতরে ১,৫০০ হামাস যোদ্ধার লাশ পাওয়ার দাবি ইসরায়েল সেনাবাহিনীর
গাজা উপত্যকার কাছে ইসরায়েলের অভ্যন্তরে হামাস যোদ্ধাদের দেড় হাজার মৃতদেহ পাওয়া গিয়েছে বলে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) দেশটির সেনাবাহিনীর মুখপাত্র রিচার্ড হাকট সাংবাদিকদের বলেন, 'গাজার কাছে ইসরায়েলের ভেতরে আনুমানিক ১,৫০০ হামাস যোদ্ধার লাশ পাওয়া গিয়েছে।'
তিনি আরও বলেন, ইসরায়েলের নিরাপত্তা বাহিনীগুলো গাজা 'সীমান্তে নিয়ন্ত্রণ কম-বেশি পুনরুদ্ধার করেছে'।
'গত রাত থেকে আমাদের তথ্য অনুযায়ী, নতুন করে আর কেউ প্রবেশ করেনি… তবে অনুপ্রবেশ এখনো ঘটতে পারে।'
মুখপাত্র বলেন, সেনাবাহিনী সীমান্তবর্তী সব কম্যুনিটি থেকে মানুষজন সরিয়ে দেওয়ার কাজ 'প্রায় সম্পন্ন' করেছে।
হাকট জানান, সীমান্ত এলাকায় ইসরায়েল সেনাবাহিনীর ৩৫টি ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে।
'আমরা ভবিষ্যৎ অপারেশনের জন্য অবকাঠামো তৈরি করছি,' তিনি বলেন।
শনিবার (৭ অক্টোবর) ফিলিস্তিনের হামাস যোদ্ধারা ইসরায়েলের অভ্যন্তরে রকেট হামলা ও সশস্ত্র অনুপ্রবেশ করে। এ আক্রমণে ৯০০ ইসরায়েলি নিহত হন।
এর প্রত্যুত্তরে ইসরায়েল গাজা উপত্যকায় স্মরণকালের অন্যতম বড় বিমান হামলা ও আর্টিলারি হামলা করছে। এতে এখন পর্যন্ত ৬৮৭ জন নিহত হয়েছেন।
(এএফপিসহ)