চিনি রপ্তানি সীমাবদ্ধ করার পথে ভারত
বৃষ্টির অভাবে আখের ফলন কম হওয়ায় অক্টোবর থেকে চিনি রপ্তানি সীমাবদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আখ উৎপাদক দেশ ভারত। এমনটি হলে বিশ্বব্যাপী চিনি সরবরাহ চেইনে সংকট দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ১ অক্টোবর থেকে শুরু হওয়া নতুন মৌসুমের রপ্তানি শিপমেন্ট রোধের সম্ভাবনা রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তাদের জানান, দেশের ভেতরে সরবরাহের উন্নতি হলে, কোটার মাধ্যমে হয়তো বিদেশেও কিছুটা চিনি রপ্তানির সুযোগ তৈরি হতে পারে।
গত মাসে ১৪ জন বিশ্লেষক, ব্যবসায়ী এবং মিলারদের মতামত নিয়ে তৈরি ব্লুমবার্গের এক সমীক্ষায় দেখা গেছে, সেখানে বেশিরভাগ উত্তরদাতাই (রেসপন্ডেন্ট) বলেছেন, কম উৎপাদনের কারণে এই মৌসুমে ভারত চিনি রপ্তানি নাও করতে পারে। মাত্র দুজন বলেছেন, সীমিত পরিমাণে রপ্তানি করলেও তা সব মিলিয়ে ২ মিলিয়ন টনের মতো হতে পারে।
গত পাঁচ বছরের মধ্যে এবারই সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে ভারতে। এর প্রভাবে দেশটির কৃষি উৎপাদন কম হলে সামনের মাসে এবং ২০২৪ সালে নির্বাচনের আগে ভারতে খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চাপ তৈরি হতে পারে নরেন্দ্র মোদি সরকারের ওপরে। এমন সংকট এড়াতে চায় ভারত। আর এ কারণেই চিনি রপ্তানি সীমাবদ্ধ করার বিষয়টি সামনে এসেছে।
২০২২-২৩ অর্থবছরেও ভারত কোটা ব্যবস্থা চালু করেছিল; দেরিতে বৃষ্টিপাত হওয়ার কারণে উৎপাদন কমে যাওয়ায় সেইবার চিনি রপ্তানি প্রায় ৬ মিলিয়ন টনে সীমিত করেছিল দেশটি। যদিও আগের বছরে ১১ মিলিয়ন টন রপ্তানি করেছিল।