ইসরায়েলের বিমান হামলায় গাজায় ১৩ জিম্মি নিহত, দাবি হামাসের
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকায় আটক অন্তত ১৩ ইসরায়েলি ও বিদেশি জিম্মি নিহত হয়েছে বলে জানিয়েছে হামাসের সশস্ত্র শাখা।
ইজ আদ-দীন আল-কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি বিমান হামলায় পাঁচটি পৃথক স্থানে 'বিদেশিসহ ১৩ জিম্মি' নিহত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, জিম্মিদের মধ্যে ছয়জন উত্তর ডিস্ট্রিক্টের দুটি পৃথক স্থানে বিমান হামলায় নিহত হয়েছেন। গাজা ডিস্ট্রিক্টের তিনটি স্থানে হামলায় আরো সাতজন নিহত হয়েছেন।
৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত আক্রমণের সময় ১৫০ জন ইসরায়েলি ও বিদেশিকে বন্দী করে হামাস। কোনো সতর্কতা ছাড়া বেসামরিক মানুষের আবাসিক ভবনে বোমা হামলা করলে জিম্মিদের হত্যা করার হুমকি দেয় তারা।
এদিকে, গাজা শহরের সকল বেসামরিক নাগরিক সহ উত্তর গাজার ১.১ মিলিয়ন মানুষকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণে সরে যাওয়ার যে নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী, সেটি শুনতে নিষেধ করেছে হামাস।
এক বিবৃতিতে হামাস অথরিটি ফর রিফিউজি অ্যাফেয়ার্স উত্তরের বাসিন্দাদের উদ্দেশে বলে, "আপনাদের নিজেদের ঘরেই অবিচল থাকুন এবং এই জঘন্য মনস্তাত্ত্বিক যুদ্ধের দৃঢ় মোকাবিলা করুন।"
ইসরায়েলি সামরিক বাহিনী জাতিসংঘকে জানিয়েছে, ওয়াদি গাজার উত্তরে বসবাসকারী প্রত্যেককে ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ গাজায় স্থানান্তরিত করতে হবে।