গাজা দখল করতে চায় না ইসরায়েল!
গাজায় প্রবেশের পর ইসরায়েলি বাহিনী ঠিক কী করবে ও কোথায় যাবে, এবং তারপর কী ঘটবে — ইসরায়েলকে এ বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।
গাজায় ২৪ লাখের বেশি মানুষ বাস করেন। হামাসকে যদি সেখান থেকে উৎখাত করা হয়, তাহলে গাজার ক্ষমতা কে নেবে, সেখানে শাসন করবে কারা?
অনেকে ধারণা করছেন, হামাসের প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিনি গোষ্ঠী ফাতাহ হয়তো গাজার ক্ষমতায় আসতে পারে। কিন্তু সেক্ষেত্রে ফাতাহকে ইসরায়েলি শক্তির ওপর ভর করে ক্ষমতায় আসতে হবে এবং সেটা বিশ্বাসযোগ্য হবে না।
ইসরায়েলিরা গাজা দখল করতে চায় না। কিন্তু টেকসই বিকল্প না পেলে এটিকে সাময়িক সময়ের জন্য বাধ্য হয়ে তা করতে হতে পারে।
তাই যেকোনো বিবেচনায়ই এ যুদ্ধ সহজ আর সাদাসিধা কিছু হতে যাচ্ছে না।