“ডাবল স্ট্যান্ডার্ড”: মানুষ মারার লাইসেন্স ইসরায়েল পেতে পারে না: কাতার
গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ করতে চাপ দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
শুরা কাউন্সিলের বার্ষিক অধিবেশনের শুরুতেই আমির মন্তব্য করেন এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলকেই হুমকির মধ্যে ফেলে দিয়েছে।
"আমরা যা বলতে চাচ্ছি তা হলো যথেষ্ট হয়েছে। ইসরায়েলের হাতে মানুষ মারার লাইসেন্স দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেমনটি গ্রহণযোগ্য নয় দখলদারিত্ব, অবরোধ আর বসতি নির্মাণের বাস্তবতাকে এড়িয়ে যাওয়া।"
উভয় পক্ষের নিরীহ সাধারণ নাগরিকদের ওপর সহিংসতারও নিন্দা জানান কাতারের আমির। তবে একইসাথে আন্তর্জাতিক সম্প্রদায়কেও "ডাবল স্ট্যান্ডার্ড" হিসেবে উল্লেখ করে তিনি বলেন "তারা এমন আচরণ করছে যেন ফিলিস্তিনি শিশুরা নাম-চেহারাবিহীন বা তাদের জীবন উল্লেখ করার মতো গুরুত্বপূর্ণ নয়।"