৩,১৯৫ শিশুর মৃত্যু গাজায়, ধ্বংসস্তূপের নিচে চাপা আরও এক হাজার: সেভ দ্য চিলড্রেন
গাজায় ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে শিশু মৃত্যু প্রতিনিয়তই বাড়ছে।
আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের এক বিশ্লেষণে উঠে এসেছে, ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে নিহত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৯৫; যা ২০১৯ সালের পর থেকে বিশ্বজুড়ে বার্ষিক সংঘাতে নিহত শিশুদের মোট সংখ্যার চেয়ে বেশি।
আর এ সংখ্যা আরও বাড়বে বলে আশংকা করা হচ্ছে- এখনও এক হাজার শিশুর হদিস মেলেনি। হয়তো তারা ইসরায়েলি বোমা হামলায় ধ্বংস হওয়া ভবনগুলোর নিচে কোথাও চাপা পড়ে আছে!
রোববার আন্তর্জাতিক সংস্থাটি বলে, গাজায় নিহত ৭ হাজার ৭০৩ জন মানুষের মধ্যে ৪০ শতাংশেরও বেশি শিশু যা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড এবং ইসরায়েল মিলিয়ে মোট হতাহতের এক-তৃতীয়াংশেরও বেশি। গাজায় আরও অন্তত এক হাজার শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে যে, মৃতের সংখ্যা আদতে আরও বেশি।
তারা আরও বলে, গাজায় গত তিন সপ্তাহে নিহত শিশুর সংখ্যা ২০১৯ সাল থেকে বিশ্বের সংঘাতপূর্ণ অঞ্চলগুলোয় নিহত শিশুদের মোট সংখ্যাকে ইতিমধ্যে ছাড়িয়ে গেছে।
সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর জেসন লি যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেছেন, "শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায় যুদ্ধবিরতি। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই রাজনীতির ওপরে জনগণকে রাখতে হবে- প্রতিদিনের বাকবিতণ্ডায় শুধুই শিশুদের নিহত ও আহতের সংখ্যা বাড়ছে। শিশুদের সব সময় সুরক্ষা দিতে হবে, বিশেষ করে যখন তারা স্কুল এবং হাসপাতালে নিরাপত্তা খুঁজছে।"