ওমান কোনো বাংলাদেশিকে ভিসা দেবে না
ওমান মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে বাংলাদেশি নাগরিকদের সব ধরনের নতুন ভিসা প্রদান স্থগিত করেছে।
এতদিন পর্যটন এবং ভিজিট ভিসায় ওমানে গিয়ে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করার সুযোগ ছিল। মঙ্গলবার থেকে ওমানে আসা সব দেশের নাগরিকদের জন্য সে সুযোগ বন্ধ করার ঘোষণা দেয় রয়্যাল ওমান পুলিশ।
বিবৃতিতে আরো বলা হয়, পর্যটন ও ভ্রমণ ভিসায় সুলতানাত অব ওমানে আসা সব দেশের নাগরিকদের ভিসা পরিবর্তনের সুবিধা স্থগিত করার পাশাপাশি বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা ইস্যু করাও স্থগিত থাকবে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্তটি কার্যকর থাকবে বলে জানোনো হয়েছে।