ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন বাহরাইনের
ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতকে বাহরাইনে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে দেশটি তেল আবিবের সাথে সব ধরনের অর্থনৈতিক সম্পর্ক স্থগিতের ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার বাহরাইনের পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি রাষ্ট্রদূত বাহরাইন ত্যাগ করেছেন, অন্যদিকে ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও ইসরায়েলের সাথে সব ধরনের অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেওয়া হয়েছে।
সেখানে আরও বলা হয়, রাষ্ট্রদূতকে প্রত্যাহার এবং অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তটি বাহরাইন রাজ্যের 'দৃঢ় এবং ঐতিহাসিক অবস্থানের উপর ভিত্তি করে যা ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারকে সমর্থন করে।"
"প্রতিনিধি পরিষদ নিশ্চিত করেছে যে বাহরাইন রাজ্যে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত বাহরাইন ত্যাগ করেছেন এবং ইসরায়েলে নিযুক্ত বাহরাইনের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷"
উল্লেখ্য, ২০২০ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করেছিল বাহরাইন।