ঘূর্ণিঝড় মিগজাউম: চেন্নাই ও অন্ধ্রপ্রদেশে নিহত ১৭, তলিয়ে গেছে ঘরবাড়ি-রাস্তাঘাট
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সৃষ্ট প্রবল ঝড় ও বৃষ্টিতে ভারতের তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে এক শিশুসহ ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে তামিলনাড়ুর রাজধানী শহর চেন্নাইতেই মারা গেছে ১৬ জন। অন্ধ্রপ্রদেশে মৃত্যু হয়েছে এক শিশুর। তবে আজ বুধবার ঝড়ের দাপট অনেকটাই কমেছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিগজাউম গত মঙ্গলবার স্থানীয় সময় বিকালে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকা বাপাতলাতে আছড়ে পড়ে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটার। ঝড়ের কারণে প্রায় দুই কোটি মানুষ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে জানা গেছে।
ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে চেন্নাইয়ের কিছু অংশ ও এর আশে-পাশের এলাকায় বহু সড়ক, ঘরবাড়ি ও বেসরকারি বিভিন্ন অফিস পানিতে তলিয়ে গেছে।
তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে এ পর্যন্ত প্রায় ৬১ হাজার মানুষকে সরকারি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। বহু মানুষ বাড়ি ছেড়ে হোটেলে উঠেছে। ভারতীয় সামরিক বাহিনীর সদস্যরা দুর্গত মানুষদের জন্য হেলিকপ্টার থেকে খাবার সরবরাহ করছে।
ইতিমধ্যে অন্তত ৬০০টি পাম্প ব্যবহার করে শহর থেকে পানি নিষ্কাশনের কাজ করা হচ্ছে।
এদিকে ঘূর্ণিঝড়ের কারণে অন্ধ্রপ্রদেশে কয়েক হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
তামিলনাড়ুর মুখ্য়মন্ত্রী এম কে স্ট্যালিন কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ হাজার কোটি টাকার সহায়তা চেয়েছেন।