জনসংখ্যা কমছে, নারীদের বেশি সন্তান নিতে বলে কেঁদে ফেললেন কিম জং উন
দেশের জন্মহার কমছে, এ নিয়ে আলোচনা করতে গিয়ে কেঁদে ফেলেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। কাঁদতে কাঁদতেই দেশের নারীদের আহ্বান জানালেন বেশি করে সন্তান জন্ম দেওয়ার। তার সেই কান্নার ভিডিও প্রচার করা হয়েছে দেশটির রাষ্ট্রীয় চ্যানেলে। পরে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে।
প্রকাশ্যেই ন্যাশনাল কনফারেন্স অভ মাদারস শীর্ষক সভায় কাঁদতে দেখা গেছে কিম জং উনকে। হাজার হাজার মহিলা দর্শকের মাঝে বসে বারবার চোখ ঝাপসা হতে দেখা গেল তার। কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশনে প্রচারিত এক সংবাদ বুলেটিনে দেখা যায়, কিমের চোখ বেয়ে গড়িয়েই চলেছে অশ্রু। মাথা হেঁট করে একসময় তাঁকে কান্না সামলাতে দেখা যায়, যাতে কেউ বুঝতে না পারে।
ভিডিওতে দেখা যায়, গালে হাত বুলানোর ঢঙে চোখের পানি মুছে নিচ্ছেন কিম জং উন। একটা সময়ের পর অবশ্য বাঁধ মানেনি কান্না। রুমালের সাহায্য নিয়ে চোখ মুছতে দেখা যায় উত্তর কোরিয়ার একনায়ককে।
কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশন জানিয়েছে, শিশুদের জন্মহার দ্রুত কমছে উত্তর কোরিয়ায়। তাই ন্যাশনাল কনফারেন্স অভ মাদারস নামে একটি বিশেষ সভা ডাকেন দেশটির রাষ্ট্রপ্রধান। ঘটনাটি ঘটেছে উত্তর কোরিয়ার মায়েদের নিয়ে ডাকা ওই সভাতেই।
উত্তর কোরিয়ার জন্মের হার কমতে কমতে ইদানীং তলানিতে এসে ঠেকেছে। সে ব্যাপারেই দেশের মায়েদের সাহায্য চেয়েছেন কিম।
তাদের কাছে আরও সন্তান প্রসবের অনুরোধ জানিয়ে বৈঠকে উত্তর কোরিয়ার মায়েদের কিম বলেন, দেশের জন্মের হার বৃদ্ধির স্বার্থে মায়েদের সাহায্যের দরকার আমাদের। শুধু তা-ই নয় দেশের জাতীয় শক্তিকে মায়েরাই শক্তিশালী করতে পারে বলে জানান তিনি।
কিম জং উন সভায় ধন্যবাদ জানান উপস্থিত নারীদের। একই সঙ্গে এ-ও বলেন, তিনি যখন কোনো সমস্যায় পড়েন, তখন তাঁরও প্রথমে তাঁর মায়ের কথাই মনে পড়ে।
৩৯ বছর বয়সি কিম মায়েদের প্রতি আহ্বান জানান, উত্তর কোরিয়ার 'বিপ্লব এগিয়ে নেওয়ার' জন্য তারা যেন সামাজিক ঐক্য ও পারিবারিক সংহতি বজায় রাখেন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সভায় অংশ নেওয়া নারীদের হাতে বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়েছে। টেলিভিশনে দেখা যায়, বিভিন্ন বয়সি নারীরা দেশের সর্বোচ্চ নেতার সাক্ষাৎ পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েছেন।
প্রসঙ্গত, গত এক বছরের হিসাব বলছে, উত্তর কোরিয়ায় নারীপ্রতি প্রজনন হার বর্তমানে ১.৮-এ এসে ঠেকেছে। অর্থাৎ প্রত্যেক উত্তর কোরিয়ান নারী এখন ১.৮টি সন্তানের জন্ম দেন। জাতিসংঘের বিশেষজ্ঞদের মতে, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকার জন্য কোনো জনপদের প্রজনন হার ২.১ হওয়া প্রয়োজন।
উত্তর কোরিয়ায় এখন মোট জনসংখ্যা ২ কোটি ৫০ লক্ষ। এদিকে দীর্ঘদিন এ দেশ খাদ্যাভাবের সমস্যার মধ্যে দিয়ে গিয়েছে।