বিজ্ঞাপনে গাজার ধ্বংসযজ্ঞের প্রতিচ্ছবি: বিশ্বখ্যাত ব্র্যান্ড জারা বয়কটের ডাক
বিশ্বখ্যাত ইউরোপীয় পোশাক ব্র্যান্ড জারা একটি বিজ্ঞাপনী ক্যাম্পেইনের জন্য অনলাইনে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। সমালোচনাকারীদের অভিযোগ- গাজায় ইসরায়েল যে ধ্বংসলীলা চালাচ্ছে তার সাথে বিজ্ঞাপনটির মিল রয়েছে। এজন্য তারা ব্র্যান্ডটি বয়কটের আহ্বান জানিয়েছেন।
'দ্য জ্যাকেট' নামের এই ক্যাম্পেইনের কিছু ছবিতে মার্কিন মডেল ক্রিস্টেন ম্যাকমেনামিকে সাদা কাপড়ে মোড়ানো একটি ম্যানিকিন (পোশাকের দোকানে পোশাকাদি পরে প্রদর্শন করার জন্য ব্যবহৃত প্লাস্টিকের মানবমূর্তি) বহন করতে দেখা যায়। যেটি দেখতে কাফনের কাপড়ে মোড়ানো মরদেহের মতো। তার চারপাশে ছিল ছড়ানো ছিটানো ধ্বংসস্তূপ। এছাড়াও আরো কয়েকটি ম্যানিকিন দেখা যায় যার কোনোটির হাত নেই, কোনোটির আবার পা নেই।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা গাজায় চলমান ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধে নিহতদের মরদেহের সাথে এসব ছবির তুলনা করছেন।
এক সমালোচক অভিযোগ করেছেন, ক্যাম্পেইনে যেসব ছবি তোলা হয়েছে সেগুলোর ব্যাকগ্রাউন্ডে প্লাস্টারবোর্ডের কিছু ভাঙা টুকরা দেখা গেছে, যেগুলোর একটির আকৃতি ফিলিস্তিনের মানচিত্রের মতো।
ছবিগুলো অনলাইনে ভাইরাল হওয়ার সাথে সাথে অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা জারা ব্র্যান্ডকে বয়কট করার আহ্বান জানান।
যদিও প্রতিষ্ঠানটি এসব ছবিযুক্ত পোস্ট সরিয়ে নিয়েছে, তবে এ বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।
ফিলিস্তিনি শিল্পী হাজেম হারব ইনস্টাগ্রামে লিখেছেন, 'ফ্যাশনের দৃশ্যপট হিসেবে মৃত্যু এবং ধ্বংসকে ব্যবহার করা অমঙ্গলজনক। জারাকে বয়কট করুন।'
ইনফ্লুয়েন্সার নুর আমরা এবং হিনা চিমাও ইনস্টাগ্রামে লিখেছেন, 'আমরা সবাই গাজা থেকে কাফনের কাপড়ে মোড়ানো মরদেহের বিধ্বংসী চিত্র দেখেছি ... এটি স্পষ্টতই ফিলিস্তিনিদের প্রতি একটি ইচ্ছাকৃত উপহাস। তারা জানে তারা ঠিক কী করছে।'
পোস্টটির প্রতিক্রিয়ায় প্রসাধনী প্রতিষ্ঠান হুদা বিউটির প্রেসিডেন্ট মোনা কাত্তান লিখেছেন, `সিক' (অসুস্থ মানসিকতা বোঝাতে ব্যবহৃত)।