৮ বছর পর ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন ইরানিরা
৮ বছরের মধ্যে প্রথমবারের মতো ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার সুযোগ পাচ্ছেন ইরানের নাগরিকরা। ডিসেম্বরের ১৯ তারিখ থেকে এই সুযোগ চালু হবে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম। এই ঘোষণার মাধ্যমে দুই তেল উৎপাদনকারী প্রতিদ্বন্দ্বীর মধ্যে সম্পর্ক গলছে বলে অনুমান করা যাচ্ছে।
ইরানের আধা-সরকারি গণমাধ্যম এজেন্সি ফারসের প্রতিবেদন থেকে জানা যায়, দেশটির ১০টি বিমানবন্দর থেকে ইরানের নাগরিকদেরকে ওমরাহের উদ্দেশ্যে সৌদি আরবের পবিত্র মক্কা শহরে বিমান ছেড়ে যাবে। আর ইরানের ওমরাহ পালনকারীদেরকে নিয়ে প্রথম বিমান যাত্রা শুরু হবে ১৯ ডিসেম্বর থেকে।
২০১৬ সালে একজন শিয়া মুসলিম ধর্মগুরুর মৃত্যুদণ্ড কার্যকর করার পর সৌদি আরবের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ইরান। তারপর থেকে ইরানের নাগরিকরা কেবল হজ্ব পালন করতে পারত। তবে চলতি বছরের মার্চ মাসে চীনের মধ্যস্থতায় পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে দুই দেশ। অধর্মীয় পর্যটনের ক্ষেত্রেও দুই দেশের পর্যটকদের সুযোগ দেওয়া যায় কিনা তা নিয়েও চেষ্টা করছে দুই দেশ।
ফারসের তথ্যানুযায়ী, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রায় ৭০ হাজার ইরানি ওমরাহ পালন করবেন বলে আশা করা যাচ্ছে।