বাংলাদেশ সফরে আসছেন সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী
বাংলাদেশ ও পাকিস্তান সফরে আসছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ। শনিবার (১৯ আগস্ট) দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ খবর জানায়।
এসপিএ'র খবরে আরও বলা হয়, ওমরাহ ব্যবস্থা আরও উন্নত করার উদ্যোগ গ্রহণ এবং পবিত্র দুই মসজিদে আগত দর্শনার্থীদের কিভাবে আরও সুবিধা দেওয়া যায় সে বিষয়ে আলোচনা করতে তিনি এই দুই দেশ সফর করবেন।
মন্ত্রী হওয়ার পাশাপাশি ড. তৌফিক আল-রাবিয়াহ গড সার্ভিস প্রোগ্রাম কমিটিরও চেয়ারম্যান। সৌদি আরবের 'ভিশন ২০৩০' এর সাথে সামঞ্জস্য রেখে, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ওমরাহ পালনকারীদের সৌদি আরবে যাত্রা আরও সহজ করা এবং ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করতে এই দুটি দেশের একাধিক কর্মকর্তার সাথে সাক্ষাৎ করবেন তিনি।
২০২২ সালের শুরুর দিকে আরম্ভ হওয়া আন্তর্জাতিক সফর কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানে আসবেন ড. তৌফিক আল-রাবিয়াহ। একইসঙ্গে, বিশ্বব্যাপী ইসলাম ও মুসলমানদের সেবা দেওয়ায় বদ্ধপরিকর সৌদি আরবের সরকারের দৃষ্টিভঙ্গির সঙ্গে তাল মিলিয়ে ওমরাহ পালনকারীদের প্রতি সেবার মান আরও উন্নত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় এসপিএ।