গাজায় ইসরায়েলি হামলায় ২০,০০০ নিহতের মধ্যে নারী, শিশুই বেশি: জাতিসংঘ
গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ২০,০০০ ছাড়িয়েছে। আর এই নিহতদের মধ্যে প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু বলে জানিয়েছে জাতিসংঘ।
একই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৫৩,৩২০ জন ফিলিস্তিনি।
ইউএন অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স (ইউএনোসিএইচএ)- এর সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, সোম থেকে বুধবারের মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় ৩৯০ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৭৩৪ জন আহত হয়েছেন। উপত্যকার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) গাজা উপত্যকার 'মিডল এরিয়া গভর্নরেট' এর প্রায় ১৫ শতাংশের মতো একটি এলাকা খালি করার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের তথ্যমতে, ওই এলাকায় বর্তমানে ৬টি আশ্রয়কেন্দ্র রয়েছে; যেখানে প্রায় ৬১,০০০ বাস্তুচ্যুত লোক বসবাস করছেন। যদিও যুদ্ধের আগে সেখানে ৯০,০০০ লোকের বসবাস ছিল।
এছাড়া, ফিলিস্তিনি নাগরিক প্রতিরক্ষা ও একটি সাংবাদিক গোষ্ঠীর প্রতিবেদন অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৩১০ জন চিকিৎসক এবং ৮২ জন ফিলিস্তিনি সাংবাদিক ও মিডিয়া কর্মী নিহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক অবরোধ এবং হামলার মধ্যে সমগ্র গাজার জনগণ বর্তমানে দুর্ভিক্ষের সম্মুখীন।