গাজায় নিহতের সংখ্যা ২১ হাজারের কাছাকাছি
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২১ হাজারের কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক বিবৃতিতে জানিয়েছেন, ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত ২০ হাজার ৯১৫ জন নিহত এবং ৫৪ হাজার ৯১৮ জন আহত হয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ২৪১ জন নিহত ও ৩৮২ জন আহত হয়েছেন বলেও বিবৃতিতে জানানো হয়।
ইসরায়েলি সশস্ত্র বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকার দক্ষিণে তাদের বিমানবাহিনী শখানেক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
খান ইউনিসে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির সদরদপ্তর লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গোলা নিক্ষেপ করলে কয়েকজন আহত হয়েছেন বলে সংস্থাটি জানিয়েছে।
এদিকে চতুর্থবারের মতো গাজায় ইন্টারনেট ও টেলিফোনসেবা বিচ্ছিন্ন করা হয়েছে। ফিলিস্তিনি টেলিকমিউনিকেশন কোম্পানি প্যালটেল এ তথ্য নিশ্চিত করেছে।
এছাড়া রাতারাতি অভিযান চালিয়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে অন্তত ৫৫ জনকে আটক করেছে বলে জানিয়েছে আল জাজিরা।
বেসামরিক নাগরিকদের রক্ষা করতে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নিতে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।