৯৪ বছর বয়সে মারা গেলেন গ্লক পিস্তলের জনক গ্যাস্টন গ্লক
৯৪ বছর বয়সে বুধবার (২৭ ডিসেম্বর) মারা গেছেন গ্লক পিস্তলের জনক গ্যাস্টন গ্লক। তার মৃত্যুর খবর জানিয়েছে অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ।
বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া হ্যান্ডগানগুলোর একটি গ্লক। আবিষ্কারের পর থেকেই বিভিন্ন দেশের সশস্ত্রবাহিনী ও পুলিশবাহিনীর কাছে ব্যাপক জনপ্রিয় ও নির্ভরযোগ্য অস্ত্র হয়ে ওঠে গ্যাস্টন গ্লকের তৈরি এ পিস্তল।
ফোর্বস-এর ধারণা অনুযায়ী, ২০২১ সালে গ্লক ও তার পরিবারের মোট সম্পদের পরিমাণ ছিল ১.১ বিলিয়ন ডলার।
১৯৮০-এর দশকে গ্যাস্টনের উত্থান শুরু হয়। তখন অস্ট্রিয়ান সশস্ত্রবাহিনী নতুন ও উদ্ভাবনী একটি অস্ত্র খুঁজছিল।
তার আগ পর্যন্ত গ্লক কোম্পানি সামরিক ছুরি, পর্দা ঝোলানোর রডের মতো পণ্য বিক্রি করত। কিন্তু গ্যাস্টন আগ্নেয়াস্ত্র বিশেষজ্ঞদের একটি দল জড়ো করেন। এরপরই জন্ম হয় হালকা ওজনের, প্রায় প্লাস্টিকের তৈরি, সেমি-অটোমেটিক অস্ত্র গ্লক ১৭।
গ্লক ১৭'র বৈপ্লবিক ডিজাইনের কারণে সশস্ত্রবাহিনীর কাছ থেকে সহজেই চুক্তি বাগিয়ে নেন গ্যাস্টন গ্লক।
গ্লক ১৭ খুব সহজেই খোলা ও লাগানো যেত। শীঘ্রই এটি সারাবিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে। 'গেট ইওরসেল্ফ আ গ্লক অ্যান্ড লুজ দ্যাট নিকেল-প্লেটেড সিসি পিস্তল,' ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ইউএস মার্শালস সিনেমায় রবার্ট ডাউনি জুনিয়রের উদ্দেশে বলতে শোনা যায় টমি লি জোন্সকে।
মার্কিন পুলিশ কর্মকর্তারা গ্লক ব্যবহার শুরু করেন। স্নুপ ডগ, উ-টাং ক্ল্যানের মতো র্যাপাররা তাদের গানে গ্লকের কথা উল্লেখ করেন।
২০০৩ সালে গর্তে লুকিয়ে থাকা সাদ্দাম হোসেনকে একটি গ্লক পিস্তলসহ খুঁজে পায় মার্কিন সেনারা। দ্য নিউ ইয়র্ক টাইমস-এর খবর অনুযায়ী, পরে ওই গ্লকটি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ. বুশের সামনে উপস্থাপন করা হয়েছিল।
তবে নিজের উদ্ভাবনের জন্য সমালোচনার মুখেও পড়েছিলেন গ্যাস্টন গ্লক। আগ্নেয়াস্ত্র-নিয়ন্ত্রণবাদীরা শক্তিশালী অস্ত্র জনপ্রিয় করার জন্য গ্লকের সমালোচনা করেন। তাদের অভিযোগ ছিল, গ্লক খুব সহজেই লুকিয়ে বহন করা যায় এবং অন্য হ্যান্ডগানের চেয়ে বেশি কার্তুজ আঁটে এটিতে।
গ্লকের সঙ্গে মার্কিন ম্যাস শুটিংয়ের কলঙ্কও জড়িয়েছে। ২০১৮ সালের নভেম্বরে ক্যালিফোর্নিয়ার একটি বারে সাবেক একজন মার্কিন মেরিন সদস্য ১২ জনকে হত্যা করেছিলেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ওই মেরিন সদস্য উচ্চ-সক্ষমতার ম্যাগাজিনসহ পয়েন্ট ৪৫ ক্যালিবারের একটি গ্লক ব্যবহার করেছিলেন।
শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ডিলান রুফ ২০১৫ সালের জুনে সাউথ ক্যারোলাইনার একটি চার্চে গ্লক পিস্তল দিয়ে নয় আফ্রিকান-আমেরিকানকে হত্যা করেন।
তবে গ্যাস্টন তার বিরুদ্ধে থাকা এসব সমালোচনার জবাবে খুব কমই মুখ খুলেছিলেন।
গ্যাস্টন গ্লক স্ত্রী, এক কন্যা ও দুই পুত্র রেখে গেছেন।