যেভাবে ভেস্তে গেল যাত্রীদের এক বছরে দুইবার নিউ ইয়ার উদযাপনের সুযোগ!
যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীরা এক বছরেই দুইবার ইংরেজি নববর্ষ উদযাপনের আশা নিয়ে যাত্রা করেন। দুর্ভাগ্যক্রমে মাঝ আকাশেই তাদের ২০২৪ সাল শুরু হয়েছে।
ইউএ২০০ নামের ওই ফ্লাইটটির ২০২৪ সালের ১ জানুয়ারি সকাল ৭টা ১৫ মিনিটে গুয়াম থেকে যাত্রা করার এবং ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে হাওয়াইয়ের হনুলুলুতে এসে পৌঁছানোর কথা ছিল। এর ফলে টাইম জোন পার হয়ে তারা এক বছর পেছনে ফিরে যেতে পারতেন।
এর আগে এক টুইটে ইউনাইটেড এয়ারলাইন্স লিখেছিল, 'আপনি শুধু একবার বাঁচবেন, কিন্তু আপনি দুইবার নিউ ইয়ারের সন্ধ্যা উদযাপন করতে পারবেন।'
তারা আরও লিখেছিল, 'টাইম ট্রাভেল বাস্তব।'
ভিন্ন টাইম জোনে গিয়ে নিউ ইয়ার উদযাপন কোনো নতুন ঘটনা নয়। প্রতিবছর কিছু বিমান সংস্থা যাত্রীদের দুইবার নিউ ইয়ার উদযাপনের অফার দেয়। এয়াররাইন্সের কর্মীরা একই রুটে বেশ কয়েকবার এই উদযাপনের সুযোগও পান।
কিন্তু, ইউএ২০০ ফ্লাইটের যাত্রীদের সব পরিকল্পনা ভেস্তে দেয়। ফ্লাইটটি পৌঁছাতে দেরি হয়ে যায়। এটি গুয়াম থেকে ১ জানুয়ারি দুপুর ১টা ৪৯ মিনিটে যাত্রা করে এবং হনুলুলুতে পৌঁছায় ১ জানুয়ারি ১২টা ৩৪ মিনিটে।
বেশ কয়েকজন যাত্রী সামাজিক মাধ্যম 'এক্স' এ (আগের টুইটার) পোস্ট দিয়ে তাদের অভিযোগ জানায়।
ইউনাইটেড এয়ারলাইন্সের মূল টুইটের নিচে এক যাত্রী লিখেছেন, 'পরিকল্পনা দারুণ ছিল, কিন্তু খুব খারাপভাবে তা ভেস্তে গেছে। আমার ওই ফ্লাইটে থাকার কথা ছিল। দুইবার নিউ ইয়ার উদযাপন আর করা হচ্ছে না।'
আরেকজন যাত্রী কমেন্ট করেছেন, 'আমি এই উদযাপনের জন্য বিশেষভাবে টিকিট বুকিং করেছিলাম।'
সময় মেনে চলা অন্যান্য ফ্লাইটের যাত্রীরা অবশ্য এ ব্যাপারে সৌভাগ্যবান। যেমন- ক্যাথে প্যাসিফিক ফ্লাইট সিএক্স৮৭২ এর যাত্রীরা ১ জানুয়ারি রাত ১টার আগেই হংকং থেকে যাত্রা শুরু করে ৩১ জানুয়ারি রাত ৮টা ২২ মিনিটে সান ফ্রান্সিসকোতে পৌঁছান।
অল নিপ্পন এয়ারওয়েজের ফ্লাইট এনএইচ১০৬ ১ জানুয়ারি রাত ১২টা ৪৮ মিনিটে টোকিও থেকে যাত্রা করে এবং ৩১ ডিসেম্বর বিকাল ৫টা ১২ মিনিটে লস অ্যাঞ্জেলসে এসে পৌঁছায়।