ফিলিস্তিন সমস্যার সমাধান হলে সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান বলেছেন, ফিলিস্তিনিদের জন্য পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠাসহ সার্বিক একটি চুক্তি হলে ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারে সৌদি আরব। সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্যানেল আলোচনায় মঙ্গলবার (১৬ জানুয়ারি) একথা বলেন তিনি।
মধ্যপ্রাচ্যে বৃহত্তর রাজনৈতিক সমঝোতা বা চুক্তির অংশ হিসেবে সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেবে কি না – এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "অবশ্যই (দেবে)।"
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, "আঞ্চলিক শান্তির অর্থ, ইসরায়েলের জন্যেও শান্তি– আমরা এর সাথে একমত। কিন্তু, কেবলমাত্র একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মধ্যে দিয়ে– ফিলিস্তিনিদের জন্যেও শান্তি নিশ্চিত করার মাধ্যমে এটি সম্ভব হবে।"
তিনি আরও বলেন, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মধ্যে দিয়ে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে "আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছি, গাজার বিষয়ে এটি আরও বেশি প্রাসঙ্গিক।"
গত বছরের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর আগে, যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের উদ্যোগ নিয়েছিল সৌদি আরব। তবে এই যুদ্ধ শুরুর পর এ পরিকল্পনা থেকে দূরে সরে আসে রিয়াদ।