সামরিক ঘাঁটিতে ইরানি সৈন্যের বন্দুক হামলা, নিহত ৫
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে কেরমানে রবিবার (২১ জানুয়ারি) এক সেনা সদস্যের গুলিতে পাঁচজন নিহত হয়েছেন।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই সেনা সদস্য ব্যারাকের একটি বিশ্রামকক্ষে পৌঁছে বিশ্রামরত সেনাদের লক্ষ্য করে গুলি চালায়।
রাজধানী তেহরান থেকে প্রায় ৮৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কেরমানে এ হামলা চালানো হয়।
ব্রিগেডিয়ার জেনারেল আমির ঘোলামালিয়ান ইরানি গণমাধ্যমকে বলেন, 'রবিবার বিকেলে ইউনিটের নিরাপত্তায় নিয়োজিত আমাদের এক সৈন্য তার অন্য সৈন্যদের ওপর গুলি চালায়। এতে পাঁচ সৈন্য প্রাণ হারান।'
তিনি আরও জানান, এখনও হামলার উদ্দেশ্য জানা যায়নি। হামলাকারী এখনও পলাতক রয়েছে। এ বিষয়ে বিস্তারিত আর কিছুই জানাননি তিনি।
এর আগে গত ৩ জানুয়ারি কেরমানে একটি বর্ষপূর্তির অনুষ্ঠানে দুটি আত্মঘাতী বোমা হামলায় ৯৪ জন নিহত হয়। এ হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট।