‘ধবংস্তূপের নিচে চাপা পড়েছে বই’: বোলোনিয়া শিশু বইমেলা থেকে ইসরায়েলকে বাদ দেওয়ার আহ্বান
আগামী ৮ থেকে ১১ এপ্রিল ইতালির বোলোনিয়ায় অনুষ্ঠিত হবে শিশুতোষ বইয়ের সর্ববৃহৎ মেলা। এদিকে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত হচ্ছে হাজারো শিশু, ধবংস হয়েছে সব রকমের শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রেক্ষাপটে, কয়েক ডজন শিল্পী, লেখক ও প্রকাশক মেলা কর্তৃপক্ষের কাছে এই আয়োজন থেকে ইসরায়েলকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন এক খোলা চিঠিতে।
চিঠিতে বলা হয়েছে, 'বর্তমানে ফিলিস্তিনে একটি যুদ্ধ চলছে, এতে শিশুরা এতোটাই মারাত্মক প্রভাবিত হচ্ছে– যাকে চিকিৎসক, সাংবাদিক ও জাতিসংঘের ত্রাণ কর্মকর্তারা শিশুদের বিরুদ্ধে যুদ্ধ বলে বর্ণনা করেছেন। এই প্রেক্ষাপটে, আমরা, এই চিঠিতে স্বাক্ষরকারীরা বোলোনিয়া শিশু বইমেলা কর্তৃপক্ষকে আমাদের সাথে অবস্থান নেওয়ার অনুরোধ করছি। যাতে আমরা দেখিয়ে দিতে পারি, ফিলিস্তিনি যেসব শিশুদের বই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে, যাদের খেলাধুলা ও গল্প শোনার সুযোগ কেড়ে নেওয়া হয়েছে, যাদের গানগুলো বোমার শব্দে হারিয়ে গেছে– আমরা তাঁদেরকে ভুলিনি।"
এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন চালানোর কারণে এই মেলায় রাশিয়াকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি।