বিশ্বের সব দেশ ভ্রমণ করা কে এই ৭৯ বছর বয়সি নারী?
বিশ্বের সবগুলো দেশ ভ্রমণের মাইলফলক স্পর্শ করেছেন ৭৯ বছর বয়সি নারী লুইসা ইউ। তরুণ বয়স থেকেই বেশ ভ্রমণ পিপাসু ছিলেন এই ফিলিপাইন নাগরিক।
লুইসা বলেন, "আমি সিনেমায় প্রকৃতি, নদী, পাহাড় ইত্যাদির দৃশ্য দেখে মুগ্ধ হয়েছিলাম। তখন থেকেই আমি ভাবতাম যে, একদিন আমি এই জায়গাগুলোতে বেড়াতে যাবো।"
২৩ বছর বয়সে লুইসা মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী হিসেবে এসেছিলেন। এরপর থেকেই যথাসম্ভব ভ্রমণ শুরু করেন তিনি।
চিকিৎসা জগতে কাজ করার পর লুইসা একজন ট্রাভেল এজেন্ট হিসেবে দ্বিতীয় ক্যারিয়ার শুরু করেন। এক্ষেত্রে তার ভ্রমণও আরও সহজ হয়ে যায়।
গত পাঁচ দশক ধরে লুইসা ইতালির মতো ইউরোপীয় দেশ থেকে শুরু করে থাইল্যান্ডের মতো এশিয়ান দেশ ভ্রমণ করেন। একইসাথে আফ্রিকান দেশ যেমন লিবিয়া এবং ইরানের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ভ্রমণ করেছেন।
এরপর লুইসা জাতিসংঘ স্বীকৃত ১৯৩ টি দেশ ভ্রমণের সংকল্প করেন। তিনি নিজের এই পরিকল্পনায় সফলও হন।
নিজের অভিজ্ঞতা সম্পর্কে লুইসা বলেন, "যদিও কিছু জায়গা বিপজ্জনক বলে মনে হয়েছিল। তবে আমার মনে হয়েছিল যে, আমার সেখানে যাওয়া উচিত। কেননা আমি এই জায়গাগুলো নিজের চোখে দেখতে চাই। কারণ সেখানে রয়েছে বহু ইতিহাস ও সংস্কৃতি।"
অবশেষে ২০২৩ সালের ৯ নভেম্বর লুইসা সকল দেশ ভ্রমণের মাইলফলক গড়েন। সেক্ষেত্রে বন্ধুদের অনুরোধে শেষ দেশ হিসেবে তিনি সার্বিয়াকে বেছে নেন।
লুইসা বলেন, "বন্ধুরা বলল, 'তোমাকে শেষ দেশ হিসেবে সার্বিয়ায় ভ্রমণ করতে হবে। কারণ সেখানেও আমরা যাব। একসাথে তোমার শেষ দেশ ভ্রমণ উদ্যাপন করবো।"
নোমাদ মেনিয়া লুইসাকে ফিলিপাইনের দ্বিতীয় 'ইউএন মাস্টার' হিসেবে স্বীকৃতি দিয়েছেন। যার অর্থ, তিনি দেশটির দ্বিতীয় ব্যক্তি হিসেবে সকল দেশ ভ্রমণ করেছেন।
এতগুলো দেশ ভ্রমণের পর লুইসার নতুন নতুন বন্ধু যেমন হয়েছে তেমনি বহু সংস্কৃতির সাথে পরিচয়ও ঘটেছে। এ সম্পর্কে তিনি বলেন, "আমি বিভিন্ন মানুষকে কাছ থেকে দেখেছি। তাদের জীবন ও সংস্কৃতি থেকে অনেক কিছু শিখেছি। তখন আমার মনে হয়েছে, সকলে আসলে আমাদের মতোই। তাদের একটি ভালো চাকরি এবং একটি ভাল সুযোগ লাভের স্বপ্ন রয়েছে। তাদের বেশিরভাগই বেশ দয়ালু এবং খুব সাহায্যকারী।"
বিশ্বের নানা প্রান্তে ভ্রমণের স্বপ্ন দেখা ব্যক্তিদের জন্য লুইসা যেন এক অনুপ্রেরণার নাম। এ সম্পর্কে তিনি বলেন, "আমি এমন স্বপ্ন দেখা সকলকেই বলি, ভীত হবেন না। ভ্রমণ করুন। ঘুরার সুযোগ আসলে কারো জন্য অপেক্ষা করবেন না। এই সুযোগ আর নাও আসতে পারে। ইচ্ছাশক্তি থাকলে কিছুই অসম্ভব নয়।"