নাগরিকদের যুক্তরাষ্ট্রে না যাওয়ার পরামর্শ রাশিয়ার
রাশিয়া তার নাগরিকদের যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশে ভ্রমণ না করার বিষয়ে সতর্ক করেছে। এসব দেশের কর্তৃপক্ষের হাতে রাশিয়ার নাগরিকেরা 'ক্ষতিগ্রস্ত' হতে পারেন- এ আশঙ্কায় সতর্কতা জারি করা হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আজ বুধবার এক প্রেস ব্রিফিংয়ে সতর্কতা জারি করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার বৈরী সম্পর্কের কারণে রাশিয়ার নাগরিকেরা বিপদে পড়তে পারেন।
যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক 'ভাঙনের দ্বারপ্রান্তে' উল্লেখ করে তিনি বলেন, 'ব্যক্তিগত বা সরকারি কারণে যুক্তরাষ্ট্র সফরে গুরুতর ঝুঁকির মুখে পড়তে হতে পারে।'
জাখারোভা কানাডা ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত মার্কিন মিত্রদেশগুলোকে যুক্তরাষ্ট্রের 'স্যাটেলাইট' হিসেবে উল্লেখ করেন এবং রাশিয়ার নাগরিকদের এসব দেশে ভ্রমণ এড়িয়ে চলা উচিত বলে মনে করেন।
এদিকে যুক্তরাষ্ট্রও তার নাগরিকদের রাশিয়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, তাদের নাগরিকেরা রাশিয়ার নিরাপত্তা কর্মকর্তাদের দ্বারা হয়রানি বা আটকের সম্মুখীন হতে পারেন' কিংবা জাতীয়তার কারণে 'স্থানীয় আইনের নির্বিচার প্রয়োগের' শিকার হতে পারেন।
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা বলছেন, ইউক্রেন যুদ্ধের কারণে দুই দেশের সম্পর্ক ১৯৬২ সালের কিউবা মিসাইল সংকট পরবর্তী সময়ের চেয়ে আরও খারাপ অবস্থায় পৌঁছেছে।