কেন্দ্র ও পাঞ্জাবে জোট সরকার গঠনে ‘সম্মত’ পিএমএলএন, পিপিপি
কেন্দ্রীয় পর্যায়ে ও পাঞ্জাবে জোট সরকার গঠনে সম্মত হয়েছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) ও পাকিস্তান পিপলসস পার্টি (পিপিপি)। পিএমএলএন নেতা শেহবাজ শরিফ এক বৈঠকে পিপিপি নেতা বিলাওয়াল ভু্ট্টো জারদারি ও সাবেক প্রধানমন্ত্রী আসিফ আলি জারদারিকে পাকিস্তানের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
দ্য নিউজ ইন্টারন্যাশনাল এ খবর জানিয়েছে।
পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মহসিন নাকবির বাসভবনে শেহবাজ শরিফ ও পিপিপির শীর্ষ নেতাদের মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকে শেহবাজ শরিফ এ আহ্বান জানান।
দলীয় সূত্রে জানা গেছে, শেহবাজ জারদারির সঙ্গে ভবিষ্যৎ সরকার গঠন নিয়ে আলোচনা করেছেন এবং তাকে নওয়াজ শরিফের বার্তাও পৌঁছে দিয়েছেন।
বৈঠকে শেহবাজ পিপিপির দুই নেতাকে পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য পিএমএলএন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান।
সূত্রের দাবি, জারদারি ও শেহবাজ পাঞ্জাবে এবং কেন্দ্রে সরকার গঠনে সম্মত হয়েছেন। উভয় দলই পরবর্তী বৈঠকে তাদের নিজস্ব মতামত উপস্থাপন করবে এবং পরামর্শের মাধ্যমে কে কোন মন্ত্রণালয়ের বা দপ্তরের দায়িত্ব পালন করবেন সেই সংক্রান্ত 'পাওয়ার-শেয়ারিং ফর্মুলা' চূড়ান্ত করা হবে।
তাদের এ বৈঠক ৪৫ মিনিট স্থায়ী হয়।
পিএমএলএন কায়েদ ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দেশকে বাঁচাতে জোট সরকার গঠনের জন্য শুক্রবার সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানান।
এর আগে মডেল টাউনে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণে নওয়াজ শরিফ নির্বাচনে পিএমএলএন সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হয়েছে বলে দাবি করেন। এ সময় শেহবাজ শরীফ, পিএমএলএনের প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ এবং অন্যান্য দলের নেতারা উপস্থিত ছিলেন।
নওয়াজ শরিফ বলেন, 'আমি বুঝি দেশকে ঘূর্ণাবত থেকে বের করে আনা আমাদের দায়িত্ব। পাকিস্তানকে সংকট থেকে বের করে আনতে আমরা সবাইকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাই। আসুন একসঙ্গে বসি। সবাই জানে দেশের জন্য কে কী করেছে।'