বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুরের স্বীকৃতি হারাল ববি
গত বছরের ফেব্রুয়ারিতে বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুরের স্বীকৃতি পেয়েছিল ববি। তবে প্রকৃত বয়স নিয়ে মতবিরোধের কারণে এবার সেই স্বীকৃতি হারাতে হলো তাকে। যদিও কুকুরটি আর বেঁচে নেই। গত অক্টোবরে সে মারা গেছে। খবর বিবিসির।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড (জিডব্লিউআর) বলছে, ববির যেই বয়স দাবি করা হয়েছিল, সেই বিষয়ে পোক্ত কোনো প্রমাণ নেই। বয়স প্রমাণের জন্য যেই মাইক্রোচিপ ব্যবহার করা হয়েছিল, স্বীকৃতির জন্য কেবল সেটিই যথেষ্ট প্রমাণ নয়।
ববির স্বীকৃতি প্রত্যাহার করে নেওয়ার পর নতুন কোন কুকুর এই রেকর্ডের মালিক হচ্ছে, তা এখনও জানায়নি সংস্থাটি।
ববির মালিক লিওনেল কস্তা পর্তুগালের কনকুয়েরোসের বাসিন্দা। তার কুকুর অর্থাৎ ববি ছিল হাফেইরো দো আলেনতেজো জাতের। এ জাতের কুকুর সাধারণত প্রায় ১২-১৪ বছর বাঁচে।
কিন্তু ববিকে যখন সবচেয়ে বয়স্ক কুকুরের স্বীকৃতি দেওয়া হয়, তখন দাবি করা হয়েছিল তার বয়স ৩০ বছর।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বুড়ো কুকুরের তকমা প্রতারণা? তদন্তে নেমেছে গিনেস কর্তৃপক্ষ
গত বছরের অক্টোবরে ববি মারা যায়। সে হিসেবে মৃত্যুর সময় কুকুরটির বয়স হয়েছিল ৩১ বছর ১৬৫ দিন।
এদিকে বয়স প্রমাণের ক্ষেত্রে নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার পর গত মাসে জিডব্লিউআর গত মাসে তদন্ত শুরু করে।
সংস্থাটি বলছে, 'আমাদের কাছে কোনো চূড়ান্ত প্রমাণ নেই, যা নিশ্চিতভাবে ববির জন্ম তারিখ প্রমাণ করতে পারে। চূড়ান্ত প্রমাণ ছাড়া আমরা ববিকে রেকর্ডধারী বলতে পারি না।'
ববির মালিক লিওনেল কস্তা স্বীকৃতি প্রত্যাহারের বিষয়ে কোনো মন্তব্য না করলেও এর আগে তিনি বলেছিলেন, বয়সের সত্যতা নিয়ে সন্দেহ করাটা 'ভিত্তিহীন'।
গত মাসে রয়্যাল কলেজ অব ভেটেরিনারি সার্জন্সের ড্যানি চেম্বারস গার্ডিয়ানকে বলেছিলেন, তিনি কিংবা তার সহকর্মীদের কেউ বিশ্বাস করেন না যে কুকুরটি ৩১ বছর বেঁচে ছিল।
এর আগে এই রেকর্ডটি ছিল ব্লুয়ি নামের একটি কুকুরের দখলে। অস্ট্রেলিয়ার এই কুকুর ১৯৩৯ সালে ২৯ বছর ৫ মাস বয়সে মারা যায়।
অনুবাদ: রেদওয়ানুল হক