আকবর ও সীতা নাম দেওয়া সেই বন কর্মকর্তা বরখাস্ত
সিংহ ও সিংহীকে আকবর ও সীতা নাম দেওয়া ত্রিপুরার প্রধান বন কর্মকর্তা প্রবীণ লাল আগারওয়ালকে বরখাস্ত করা হয়েছে। সিংহ জোড়ার নাম নিয়ে চলা বিতর্কের মধ্যে শনিবার তাকে বরখাস্ত করে রাজ্য সরকার।
গত ১২ ফেব্রুয়ারি ত্রিপুরার সিপাহীজালা চিড়িয়াখানা থেকে একটি সিংহ ও একটি সিংহীকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির নর্থ বেঙ্গল ওয়াইল্ড এনিমালস পার্কে স্থানান্তর করা হয়। এ সময় প্রবীণ লাল আগারওয়াল এই সিংহ দুটিকে আকবর ও সীতা নামে রেজিস্ট্রার করেন। শিলিগুড়ি নেওয়ার পর প্রাণি দুটোকে একই খাঁচায় রাখা হয়।
বিষয়টি জানাজানি হলে এ নিয়ে বিতর্ক শুরু হয়। বিশ্ব হিন্দু পরিষদ এগুলোর নাম নিয়ে আপত্তি তোলে। এ নিয়ে হাইকোর্টে রিট পিটিশন করে তারা। তাদের দাবি- রাজ্যের বন অধিদপ্তর সিংহ ও সিংহীটির নামকরণ করেছেন এবং তাদের একসঙ্গে রেখে ধর্মের অবমাননা করেছেন।
পরে গত ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট বেঞ্চ সিংহ ও সিংহীর নাম পরিবর্তনের আদেশ দেন।
পশ্চিমবঙ্গের বন অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ত্রিপুরাতে ওই সিংহ ও সিংহীর নামকরণ করা হয়েছিল। নতুন করে কোনো নামকরণ করা হয়নি। তাই এ বিষয়ে দায়ভার ত্রিপুরা চিড়িখানা কর্তৃপক্ষের।
বিশ্ব হিন্দু পরিষদের আইনজীবী শুভঙ্কর দত্ত বলেন, 'আদালত এ নামকরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন…।'
ত্রিপুরা সরকার এ বিষয়ে জানতে চাইলে আগারওয়াল সিংহ ও সিংহীর নামকরণের বিষয়টি অস্বীকার করেন। পরে এ নিয়ে তদন্তের পর আগারওয়ালকে বরখাস্ত করে রাজ্য সরকার।