পরিষ্কার হলো ট্রাম্প-বাইডেন লড়াইয়ের বাধা, সরে দাঁড়ালেন নিকি হ্যালি
নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হ্যালি।
হ্যালি সরে দাঁড়ানোর ফলে রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন নিশ্চিত হচ্ছে।
'সুপার টুয়েসডেতে' অনুষ্ঠিত ১৫টি অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রাইমারিতে ১৪টিতেই হ্যালিকে হারিয়েছেন ট্রাম্প। ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন হ্যালিকে।
সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে হ্যালি বলেন, 'আমার প্রচারণা কর্মসূচি শেষ করার সময় এসেছে। আমার কোনো অনুশোচনা নেই।'
ট্রাম্পকে তাদের 'ভোট অর্জন করে নিতে হবে' বলেও জানান হ্যালি। তিনি বলেন, 'এখন আমাদের দলের মধ্যে কে তাকে ভোট দেবেন আর দেবেন না, তা অর্জন করে নেওয়া ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব। আশা করি তিনি সেটা (ভোট অর্জন) করতে পারবেন।'
নিকি হ্যালি তার প্রচারণাজুড়ে বলে এসেছেন, রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সহায়তা করে যাওয়া যুক্তরাষ্ট্রের অবশ্যকর্তব্য। অন্যদিকে ট্রাম্প এই মতের বিরোধী।
রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে ট্রাম্পকে চ্যালেঞ্জ করার জন্য অন্যদের চেয়ে বেশি সময় লড়ে গেছেন নিকি হ্যালি। অবশ্য ট্রাম্পের জন্য তিনি শক্ত চ্যালেঞ্জ তৈরি করতে পারেননি।
অপরাধের অভিযোগ থাকার পরও নিজ দলে ট্রাম্পের এখনও বড় নিয়ন্ত্রণ ও সমর্থন রয়েছে।