লোহিত সাগরে জাহাজে হুথিদের হামলায় নিহত ৩: মার্কিন সামরিক বাহিনী
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বুধবার হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে থাকা তিন নাবিক নিহত হয়েছেন।
ইরান সমর্থিত ইয়েমেনি গোষ্ঠী বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্য রুটে জাহাজকে লক্ষ্যবস্তু করা শুরু করার পর এই প্রথম কোনো প্রাণহানির ঘটনা ঘটল।
হুথিদের হামলায় গ্রিক মালিকানাধীন ট্রু কনফিডেন্স নামের জাহাজটিতে আগুন লেগে যায়। ইয়েমেনের বন্দর নগরী এডেন উপকূল থেকে প্রায় ৫০ নটিক্যাল মাইল দূরে এ দুর্ঘটনা ঘটে।
হুথিরা এই হামলার দায় স্বীকার করেছে।
হুথিদের এ দাবির জবাবে ব্রিটিশ দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় লিখেছে, 'অন্তত দুজন নিরপরাধ নাবিকের মৃত্যু হয়েছে। এটি ছিল আন্তর্জাতিক জাহাজগুলোতে হুথিদের বেপরোয়াভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দুঃখজনক কিন্তু অনিবার্য পরিণতি। এদের অবশ্যই থামাতে হবে।'
গাজায় যুদ্ধের সময় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে গত নভেম্বর থেকে লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা।
ব্রিটেন ও যুক্তরাষ্ট্র হুথিদের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে এবং নতুন করে হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়ায় এ অঞ্চলে সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সেন্টকম জানিয়েছে, হুথিদের হামলায় অন্তত আরও চারজন ক্রু আহত হয়েছেন এবং জাহাজটির উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতিসাধন হয়েছে।
এর আগে জাহাজের আরেকটি সূত্র থেকে জানা যায়, হামলার পর চারজন নাবিক মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন এবং তিনজন নিখোঁজ রয়েছেন।
জাহাজ ট্রু কনফিডেন্সের সদস্যরা জানান, জাহাজটিতে আগুন ধরার পরও জাহাজটি পানিতে ভাসছিল। তবে জাহাজে থাকা ২০ জন ক্রু সদস্য এবং তিনজন সশস্ত্র রক্ষীর অবস্থা সম্পর্কে কোনও তথ্য দিতে পারেননি তারা।
ক্রুদের মধ্যে ১৫ জন ফিলিপিনো, চারজন ভিয়েতনামিজ, দুজন শ্রীলঙ্কান, একজন ভারতীয় ও একজন নেপালি নাগরিক ছিলেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার ফিলিপাইনের অভিবাসী বিষয়ক মন্ত্রণালয় নিহতদের মধ্যে দুজনকে ফিলিপাইনের নাবিক হিসেবে শনাক্ত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, হামলায় আরও দুই ফিলিপিনো গুরুতর আহত হয়েছেন।
বিবৃতিতে বিদ্যমান সামরিক উত্তেজনা প্রশমনে এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণ সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখারও আহ্বান জানিয়েছে তারা।
যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ট্রু কনফিডেন্স থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, জাহাজটির কাছে পানিতে একটি লাইফবোট ভাসতে দেখা গেছে।
ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) এজেন্সি জানায়, তারা লোহিত সাগরের প্রবেশপথের কাছে এডেন থেকে ৫৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি জাহাজ দুর্ঘটনার খবর পেয়েছে।
সংস্থাটি জানায়, ক্রুরা জাহাজটি ত্যাগ করেছে এবং বর্তমানে জাহাজটি পরিত্যক্ত অবস্থায় আছে।
নাবিকদের সংগঠন ইউনিয়ন ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের (আইটিএফ) সাধারণ সম্পাদক স্টিফেন কটন তার সদস্যদের সুরক্ষার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, 'এডেন উপসাগর ও লোহিত সাগরে নাবিকদের ক্রমবর্ধমান ঝুঁকি সম্পর্কে আমরা আন্তর্জাতিক মহল ও জাহাজ পরিবহণ শিল্পের সাথে জড়িত সবাইকে ধারাবাহিকভাবে সতর্ক করে আসছি। কিন্তু এ সতর্ককে আমলে না নেয়ার করুণ পরিণতি আজ দেখতে পাচ্ছি।'
চার দিন আগে, যুক্তরাজ্যের মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার রুবিমার হুথি হামলার ফলে ডুবে যাওয়া প্রথম জাহাজ হয়ে ওঠে, ক্ষেপণাস্ত্র হামলায় মারাত্মক ক্ষতি নিয়ে জাহাজটি দুই সপ্তাহ ধরে ভাসমান ছিল। ওই জাহাজ থেকে সব সদস্যকে নিরাপদে বের করে আনা হয়।
হুথিদের হামলায় বিশ্বব্যাপী জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। বেশিরভাগ জাহাজ এখন রুট পরিবর্তন করে দক্ষিণ আফ্রিকার দিকে চলাচল করছে, যার ফলে বেড়েছে পরিবহণ ব্যয়। এছাড়া, লোহিত সাগরের মধ্য দিয়ে সাত দিনের সমুদ্রযাত্রার বীমা করার খরচও কয়েক হাজার ডলার বেড়েছে।
হুথি বিদ্রোহীরা সুনির্দিষ্টভাবে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে যোগসূত্র আছে এমন জাহাজগুলোর ওপর হামলা চালাবে বললেও জাহাজ পরিবহণ বিশেষজ্ঞরা বলছেন যে, ওই অঞ্চলের যেকোনো জাহাজই হুথিদের হামলার শিকার হতে পারে।
জাহাজ ট্রু কনফিডেন্স লাইবেরিয়ার একটি নিবন্ধিত কোম্পানির মালিকানাধীন এবং গ্রিক ভিত্তিক একটি কোম্পানি দ্বারা পরিচালিত। তবে উভয় সংস্থাই স্পষ্ট করে জানিয়েছে যে জাহাজটির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও সম্পর্ক নেই।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন