বোয়িংয়ের নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহারের তথ্য ফাঁস করা সেই ব্যক্তির মরদেহ উদ্ধার
বোয়িংয়ের বিরুদ্ধে উড়োজাহাজ নির্মাণে নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহার নিয়ে করা মামলায় আদালতে সাক্ষ্য ও প্রমাণ সরবরাহকারী জন বার্নেটের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চার্লসটন কাউন্টির করোনার (অপঘাতজনিত বা সন্দেহজনক মৃত্যুর কারণ তদন্তকারী বিচারক) সোমবার (১১ মার্চ) ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
চার্লসটন কাউন্টি করোনার বলছেন, ৬২ বছর বয়সী জন গত শনিবার (৯ মার্চ) 'আত্মহত্যা' করেছেন। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
জন বোয়িংয়েরই সাবেক কর্মী। তিনি ২০১৭ সালে অবসর নেওয়ার আগে প্রতিষ্ঠানটিতে ৩২ বছর কর্মরত ছিলেন।
মৃত্যুর বেশ কয়েক দিন আগে থেকে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আদালতে বিভিন্ন প্রমাণ সরবরাহ করছিলেন তিনি।
বিবিসির খবরে বলা হয়, ২০১০ সাল থেকে জন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের নর্থ চার্লসটন প্ল্যান্টে ৭৮৭ ড্রিমলাইনার (দূরপাল্লার রুটে চলাচল উপযোগী অত্যাধুনিক বিমান) তৈরিতে কোয়ালিটি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
২০১৯ সালে তিনি বলেছিলেন, কাজের চাপে কর্মীরা উড়োজাহাজ তৈরিতে ইচ্ছাকৃতভাবে নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহার করছে।
জন জানিয়েছিলেন, সাউথ ক্যারোলাইনায় কাজ শুরুর পরপরই তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। কারণ দ্রুত নতুন উড়োজাহাজ তৈরির কাজ শেষ করার জন্য চাপ দেওয়া হচ্ছিল। আর এক্ষেত্রে তাড়াহুড়ো করলে নিরাপত্তা ব্যবস্থাসহ উড়োজাহাজ তৈরির সম্পূর্ণ কাজ যথাযথভাবে সম্পন্ন না হওয়ার সম্ভাবনা থাকে।
উড়োজাহাজের অক্সিজেন ব্যবস্থায়ও মারাত্মক ত্রুটি খুঁজে পেয়েছিলেন জন।
প্রয়োজনীয় পরীক্ষায় তিনি দেখেন, ৭৮৭-এ লাগানো জরুরি অক্সিজেন ব্যবস্থা কাজ না করার হার ২৫ শতাংশ। এর অর্থ জরুরি মুহূর্তে প্রতি চারটি অক্সিজেন মাস্কের মধ্যে একটি কাজ না-ও করতে পারে।
জন বিবিসিকে বলেছিলেন, কিছু ক্ষেত্রে এমনও দেখা গেছে যে তাড়াহুড়ো করে উড়োজাহাজ তৈরির কাজ শেষ করার জন্য ফেলে দেওয়া নিম্নমানের যন্ত্রাংশগুলো পুনরায় ব্যবহার করা হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যবস্থাপকদের এ বিষয়ে সতর্ক করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও জানিয়েছিলেন জন।
যদিও জনের অভিযোগ অস্বীকার করেছে বোয়িং। তবে ২০১৭ সালের এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) পক্ষ থেকে জনের উদ্বেগের সঙ্গে সমর্থন জানিয়ে বলা হয়, এটি অন্তত ৫৩টি ত্রুটিযুক্ত যন্ত্রাংশের তথ্য পেয়েছে, যেগুলো হারিয়ে গেছে বলে ধরা হয়েছে। এ ঘটনায় বোয়িংকে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল।
কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর জন বোয়িংয়ের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হয়েছিলেন। তিনি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তার যোগ্যতা বা দক্ষতার অপব্যবহার এবং এসব ত্রুটি চিহ্নিত করায় তার কর্মজীবনকে বাধাগ্রস্ত করার অভিযোগ এনেছিলেন।
মৃত্যুর আগে জন এই বোয়িংয়ের বিরুদ্ধে মামলায় জবানবন্দি দিতে চার্লসটনে গিয়েছিলেন। সেখানে তিনি একটি হোটেলে উঠেছিলেন।
গত সপ্তাহে বোয়িংয়ের আইনজীবীদের কাছে আনুষ্ঠানিকভাবে জবানবন্দিও দিয়েছিলেন জন। গত শনিবারও তাকে জিজ্ঞাসাবাদের কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে আদালতে হাজির না হওয়ায় জন সেই হোটেলে খোঁজ নেওয়া হয়।
এ সময় হোটেলের পার্কিংলটে নিজের গাড়ি থেকে জনের মরদেহ উদ্ধার করা হয়।
জনের মৃত্যুকে তার আইনজীবী 'দুঃখজনক' বলে অভিহিত করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে বোয়িং।
অনুবাদ: রেদওয়ানুল হক