টেকনাফে গহিন পাহাড়ে বন্যহাতির মৃত্যু
কক্সবাজারের টেকনাফে গহিন পাহাড়ে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। এই হাতিটির বয়স আনুমানিক ৮-১০ বছর। আজ শনিবার (১৮ জানুয়ারি) সকালে টেকনাফ হ্নীলা বিটের পাহাড়ি ছড়া থেকে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়।
টেকনাফ সহকারী বন সংরক্ষণ মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সকালে টেকনাফের হ্নীলা বিটের পাহাড়ি ছড়া থেকে ৮-১০ বছরের একটি বন্য বাচ্চা হাতি মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সুরতহাল করে পাহাড়ে মাটিচাপা দেওয়া হয়েছে। হাতিটি পাহাড় থেকে পড়ে গিয়ে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
এর আগে টেকনাফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরেকটি হাতি মারা যায়।