ঘুষ লেনদেনের সন্দেহে গৌতম আদানি ও তার গ্রুপের বিরুদ্ধে তদন্তে যুক্তরাষ্ট্র
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2024/03/16/logo_of_the_adani_group_is_seen_on_a_commercial_complex_copy.jpg)
ভারতের আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি এবং তার কোম্পানি ঘুষ লেনদেন করেছে কি না তা নিয়ে তদন্তের পরিসর বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৫ মার্চ) ব্লুমবার্গ নিউজ-এ প্রকাশিত খবরের বরাত দিয়ে আজ জানিয়েছে রয়টার্স।
আদানি গ্রুপের একটি কোম্পানি অথবা গৌতম আদানিসহ ওই কোম্পানির সঙ্গে জড়িত কেউ ভারতে একটি জ্বালানি প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য দেশটির কর্মকর্তাদের ঘুষ দিয়েছে কি না তার গভীরে অনুসন্ধান করতে শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরেরা। বিষয়টি নিয়ে সরাসরি জ্ঞান থাকা ব্যক্তিদের সূত্র হিসেবে উল্লেখ করেছে ব্লুমবার্গ নিউজ।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নিস অফিস ফর দ্য ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব নিউ ইয়র্ক এবং জাস্টিস ডিপার্টমেন্টের জালিয়াতি বিষয়ক ইউনিট এ তদন্ত করছে। তারা ভারতীয় নবায়নযোগ্য শক্তি কোম্পানি আজুর পাওয়ার গ্লোবাল নিয়েও ঘেঁটে দেখছে বলে জানিয়েছে ব্লুমবার্গ নিউজ।
ব্লুমবার্গ নিউজকে আদানি গ্রুপ বলেছে, 'আমাদের চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো তদন্তের কথা আমাদের জানা নেই।'
এ বিষয়ে মন্তব্যের জন্য আদানি গ্রুপ, আজুর পাওয়ার ও জাস্টিস ডিপার্টমেন্ট রয়টার্স-এর অনুরোধে সাড়া দেয়নি। অ্যাটর্নি অফিসে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেনি বার্তা সংস্থাটি।