'বিলুপ্ত' জাভান বাঘের সন্ধানে ইন্দোনেশিয়া
জাভান বাঘ ইতোমধ্যেই একটি বিলুপ্ত প্রাণী হিসেবে স্বীকৃত। তবে এখনও প্রাণীটি বন্য পরিবেশে থাকতে পারে বলে মনে করছে ইন্দোনেশিয়া সরকার।
সেক্ষেত্রে প্রমাণ খুঁজতে দেশটির বনাঞ্চলে ক্যামেরা ট্র্যাপ ও ডিএনএ পরীক্ষা নিরীক্ষা করা হবে। গতকাল (মঙ্গলবার) দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এই তথ্য জানান।
প্রজাতিটি ১৯৮০-এর দশকে নিশ্চিহ্ন হয়ে গেছে বলে ধারণা করা হয়। তবে ন্যাশনাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন এজেন্সি (বিআরআইএন) গত সপ্তাহে প্রকাশিত একটি গবেষণাধর্মী সমীক্ষার পরেই মূলত বিষয়টি নতুন করে সামনে আসে।
সমীক্ষায় বলা হয়, ২০১৯ সালে পশ্চিম জাভাতে পাওয়া বাঘের লোমের একক স্ট্র্যান্ড স্থানীয় প্রজাতির বৈশিষ্ট্যগুলির সাথে মিলে যায়। আর এরপরেই শুরু হয় বাঘের প্রজাতিটির খোঁজ করার উদ্যোগ।
কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, রিপি ইয়ানুর ফজর নামে একজন বাসিন্দা পশ্চিম জাভা প্রদেশের সুকাবুমি শহরের কাছে একটি বনভূমিতে একটি জাভান বাঘ দেখার কথা জানিয়েছেন। গ্রামবাসী পায়ের ছাপ ও নখর চিহ্ন লক্ষ্য করে বেড়া থেকে লোমের নমুনা সংগ্রহ করেছিল।
সংরক্ষণের দায়িত্বে থাকা মন্ত্রণালয়ের কর্মকর্তা সত্যওয়ান পুদ্যতমোকো বলেন, "গবেষণায় জাভান বাঘ এখনও বনাঞ্চলে রয়েছে বলে আশা তৈরি করেছে৷ আমরা এটিকে খুঁজতে প্রস্তুতি নিচ্ছি।"
ইন্দোনেশিয়ায় স্থানীয় জাভান ও বালিনিজ বাঘ মূলত শিকারের ও বনাঞ্চল ধ্বংসের কারণেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। শুধু সুমাত্রান বাঘগুলি দ্বীপপুঞ্জের দেশটিতে অবশিষ্ট ছিল।
এদিকে সুমাত্রান বাঘের অঙ্গ-প্রত্যঙ্গ প্রায়শই চুরি হয়ে থাকে। সেক্ষেত্রে এই বাঘটিও অহরহ শিকারির লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।
যদিও ইন্টারন্যশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার ইতোমধ্যেই সুমাত্রান বাঘকে ব্যাপকভাবে বিপন্ন প্রাণী বলে ঘোষণা করেছে। ধারণা করা হয় যে, বন্য পরিবেশে এই বাঘের সংখ্যা মাত্র ৪০০ টির মতো।
পুতমোকো বলেন, "যদি এখনও জাভান বাঘের অস্তিত্ব থেকে থাকে তবে অবশ্যই এটিকে একটি সুরক্ষিত প্রাণী হিসেবে গণ্য করা হবে। এদের অস্তিত্ব টিকিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব।"
ডব্লিউডব্লিউএফ-এর ইন্দোনেশিয়ার বন ও বন্যপ্রাণী কর্মসূচির প্রধান মুহাম্মদ আলী ইমরন শিকারিদের প্রতিরোধে জনসাধারণের গবেষণা ফলাফল জানানোর আহ্বান জানান। একইসাথে বাঘের অস্তিত্ব নিশ্চিত করতে আরও গবেষণার প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি।
অনুবাদ: মোঃ রাফিজ খান