খাবার লুকিয়ে রাখতে পাখিরা ‘বারকোড’ কৌশল ব্যবহার করে!
খাবার কোথায় লুকিয়ে রেখেছে তা মনে করতে বিভিন্ন প্রজাতির প্রাপ্তবয়স্ক পাখিদের কখনো কখনো সারাদিন পার হয়ে যায়। তবে ছোট্ট চিকাডিস প্রজাতির পাখিদের এ ধরনের ঝঞ্ঝাট পোহাতে হয়না। কারণ লুকানো জিনিসের কথা মনে রাখতে তারা দারুণ একটি কৌশল ব্যবহার করে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক দল গবেষক জানিয়েছেন, খাবার লুকিয়ে রাখার সময় প্রতিবার চিকাডিস পাখিদের মস্তিষ্কে বারকোডের মতো স্মৃতি তৈরি হয়।
মাথায় কালো ছোপ যুক্ত চিকাডিস পাখিরা সাধারণত পরবর্তীতে খাওয়ার জন্য গরমকালে খাবার সংগ্রহ করে লুকিয়ে রাখে।
একাধিক জরিপে দেখা যায়, একটি ছোট চিকাডিস পাখি প্রায় ৫০ লাখের মতো খাবারের টুকরা লুকিয়ে রাখতে পারে। কিন্তু এরপরও তারা প্রত্যেকটি টুকরোর অবস্থান নিখুঁতভাবে মনে রাখতে পারে।
এই পাখিরা কীভাবে খাবার লুকিয়ে রাখার স্থান মনে রাখে— সেই কৌশল আবিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা।
তারা তাদের জার্নাল সেলে প্রকাশিত গবেষণাপত্রে কৌশলটির উল্লেখ করেছেন।
বিজ্ঞানীরা জানিয়েছেন, পরীক্ষা করার জন্য একটি স্থানে বিক্ষিপ্তভাবে সূর্যমুখী বীজ ছড়িয়ে রাখা হয়। সেখানে পাখিদের খাবার লুকানোর জন্য ১২০টির মতো জায়গা ছিল।
পাখিদের আচরণ ও প্রতি স্থানে খাবার সঞ্চয়, খুঁজে বের করা বা লুকিয়ে রাখা প্রভৃতি কার্যকলাপ ভিডিও করা হয়। এজন্য পাখিদের মস্তিষ্কে ছোট একটি ডিভাইস ঢুকিয়ে দেওয়া হয়। এসব পাখির মস্তিষ্কের হিপ্পোক্যাম্পাসে নিউরনের কার্যকলাপ রেকর্ড করার জন্য এই ডিভাইস ব্যবহার করা হয়। হিপ্পোক্যাম্পাস মস্তিস্কে নির্দিষ্ট স্থানের স্মৃতি গঠনে সহায়তা করে।
দেখা যায়, প্রতিবার বীজ লুকানোর সময় পাখিদের হিপ্পোক্যাম্পাসে নিউরনের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। একই স্থানে বীজ লুকালেও তাদের মস্তিস্কে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়ার সংমিশ্রণ দেখা যাচ্ছিল। এসব ক্রিয়াকলাপ তাদের মস্তিস্কে বারকোডের মতো নকশা তৈরি করে।
নির্দিষ্ট বীজ লুকানো ও খুঁজে বের করার সময় পাখিদের মস্তিষ্কে এই 'বারকোড' কৌশল দেখা যায়।
দেখা গেছে, সূর্যমুখী বীজগুলো লুকানোর প্রত্যেকটি স্থানের জন্য তাদের মস্তিষ্কে আলাদা বারকোডের মতো স্মৃতি তৈরি হয়। একটি পাখি যখন বীজ সংরক্ষণ করে বা খুঁজে বের করে শুধু তখনই বারকোডগুলো দেখা যায়।
গবেষক দলটি জানায়, নির্দিষ্ট ঘটনার স্মৃতি তৈরি ও কোনো এলাকার একটি মনস্তাত্তিক মানচিত্র তৈরি করার সময় পাখিদের মস্তিষ্কে ভিন্ন ভিন্ন প্রক্রিয়া দেখা যায়।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের জুকারম্যান ইনস্টিটিউটের ড. সেলমান চেত্তিহ বলেন, বারকোড একটি নির্দিষ্ট অভিজ্ঞতার প্রতিনিধিত্ব করে। চিকাডিসের জীবদ্দশায় স্থান ও সময়ভেদে বারকোডগুলো আলাদা হয়। মানুষ ও অন্যান্য স্তন্যপায়ীর মস্তিষ্কের ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটে।
চেত্তিহ বলেন, কেউ যখন কোনো নির্দিষ্ট ঘটনার স্মৃতি তৈরি করে, তখন তার মস্তিষ্ক একটি এলোমেলো লেবেল তৈরি করে। বিশেষ ঘটনার সঙ্গে সম্পর্কিত তথ্য সংরক্ষণ করতে এই লেবেল ব্যবহৃত হয়। বিষয়টি সুপার শপে প্রতিটি পণ্যের গায়ে থাকা লেবেল বা বারকোডের মতো। পণ্যের লেবেল স্ক্যান করলেই যেমন সেটি সম্পর্কিত সব তথ্য পাওয়া যায়, বিষয়টি ঠিক তেমনি।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি