হাত দিয়ে ২৪ ঘণ্টায় ১৯টি কম্বল বুনে বিশ্ব রেকর্ড টিকটক তারকার!
হাত দিয়ে ২৪ ঘণ্টায় ১৯টি কম্বল বুনে বিশ্ব রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের এক টিকটকার। খবর বিবিসির।
তার নাম ড্যান সোয়ার। তিনি ট্যাটুড নিটার নামেও পরিচিত। তিনি তালা মেরামতের কাজ করেন। বাড়ি ডার্বিশায়ারের শারল্যান্ডে।
ড্যান তার দাদি মার্গারেট সোয়ারের স্মরণে কম্বলগুলো বুনেছেন। তার দাদিরও বুননের প্রতি বেশ আগ্রহ ছিল।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে রেকর্ডের বিষয়টি নিশ্চিত করার পর ড্যান বলেন, 'আমার বিশ্বাস হচ্ছে না। এটি পাগলামি।'
তিনি বলেন, ''আজ যদি তার দাদি বেঁচে থাকতেন, তাহলে তার গড়া রেকর্ডের জন্য 'গর্ববোধ' করতেন।''
তিনি আরও বলেন, 'আমার দাদি আমাকে নিয়ে হাসতেন। তিনি হয়ত ঘটনাটি বিশ্বাসই করতে পারতেন না যে আমি এটি করতে পেরেছি।'
জুড মুর নামে এক টিকটকারকে কম্বল বুনতে দেখার পর গত বছরের ডিসেম্বরে ড্যানও এটি করতে শুরু করেন। ৩১ বছর বয়সী ড্যান জানান, বুননের কাজটি তার মানসিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটিয়েছে।
তিনি বলেন, 'আমি প্রায়ই উদ্বিগ্ন থাকতাম। দিন দিন এটি আরও বাড়ছিল। কিন্তু যখন আমি বুননের কাজ করতাম, তখন আর সেটি হতো না।'
ড্যান তার বুনন করা ওই ১৯টি কম্বল মেন ওয়াকটক ও অ্যাশগেট হসপাইস নামে দুটি মানসিক স্বাস্থ্য বিষয়ক দাতব্য সংস্থায় দান করবেন। সংস্থা দুটি তার দাদিকে মারা যাওয়ার আগে সেবা দিয়েছিলেন।
তার এই চ্যালেঞ্জটি সরাসরি সম্প্রচার করা হয়। ১.২ মিলিয়নেরও বেশি মানুষ সেটি দেখেছেন। চ্যালেঞ্জটি সম্পন্ন করার মধ্য দিয়ে তিন হাজার ইউরো সংগ্রহ করেছেন ড্যান।
হাতের কম্বল বোনার কোনো পূর্ববর্তী রেকর্ড না থাকলেও গিনেস ওয়াল্র্ড রেকডর্স কর্তৃপক্ষ বলেছিল যে, রেকর্ড গড়তে হলে ড্যানকে নির্দিষ্ট সময়ের মধ্যে অন্তত ১৫টি কম্বল বুনে শেষ করতে হবে। ড্যান সেই শর্ত পূরণ করে অতিরিক্ত আরও চারটি কম্বল বেশি বোনেন।