প্রচণ্ড গরমে ভারতের কেরালায় স্কুল-কলেজ বন্ধ
অসহনীয় তাপমাত্রার কারণে আগামী সোমবার পর্যন্ত সব স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেরালার রাজ্য সরকার। সেই সঙ্গে রাজ্যের বাসিন্দাদের প্রখর রোদে বাইরে বের না হওয়ার আহ্বান এবং দাবানল প্রতিরোধে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ভারতের বেশিরভাগ অংশেই উচ্চ তাপমাত্রার কারণে আবহাওয়া অফিস এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বেশ কয়েকটি তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে।
ভারতের উপকূলীয় এ রাজ্যে তাপপ্রবাহের নজির খুব একটা নেই। অথচ গত মাসে রাজ্যটিতে পাঁচদিন তাপপ্রবাহের ঘটনা রেকর্ড করেছে ভারতের আবহাওয়া অফিস আইএমডি (ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট)।
এ অবস্থায় কেরালার রাজ্য সরকার বৃহস্পতিবার (২ মে) লোকজনকে জরুরি প্রয়োজন ছাড়া প্রখর রোদে বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে এবং দাবানল এড়ানোর জন্য সংশ্লিষ্টদের পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছে। এছাড়াও বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারির পাশাপাশি সরকার আগামী সোমবার পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বলেছে।
স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, এ সপ্তাহের শুরুতে কেরালায় অন্তত দুইজন মারা গেছেন। তবে তাদের মৃত্যু প্রচণ্ড গরমের কারণে হয়েছে কি না, সেটি কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করেনি।
বৃহস্পতিবার রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরমে তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস (৯৫ ডিগ্রি ফারেনহাইট)। তবে আইএমডি জানিয়েছে, উচ্চ আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা ছিল ৪৬ ডিগ্রি সেলসিয়াসের মতো।
অনুবাদ: রেদওয়ানুল হক