গাজা পুনর্গঠনে ৮০ বছর লাগতে পারে: জাতিসংঘ
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার পুনর্গঠনে কয়েক দশক লেগে যেতে পারে।
ইউএনডিপির আরব দেশগুলোর আঞ্চলিক পরিচালক আবদুল্লাহ আল-দারদারি জর্ডানে এক ব্রিফিংয়ে বলেন, 'ধ্বংসযজ্ঞের মাত্রা বিশাল ও নজিরবিহীন।'
তিনি বলেন, 'এটি এমন একটি মানবসৃষ্ট বিপর্যয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্ব সম্প্রদায় যা মোকাবিলা করেনি।'
আবদুল্লাহ আল-দারদারি বলেন,যদি আজও যুদ্ধ শেষ হয় এবং ২০২১ সালের সর্বশেষ সংকটের চেয়েও পাঁচগুণ দ্রুত নির্মাণ সামগ্রী সরবরাহ করা হয়, তাহলেও পুনর্নির্মাণের কাজ শেষ হতে ২০৪০ সাল পর্যন্ত লেগে যেতে পারে।
তবে, পুনর্গঠনের গতি আগের কয়েকবারের গাজা সংঘাতের প্রবণতা অনুযায়ী ধরে ইউএনডিপির প্রতিবেদনে বলা হয়েছে, 'পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া সমস্ত আবাসন পুনর্গঠন করতে প্রায় ৮০ বছর লাগবে।'
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় কমপক্ষে ৩ লাখ ৭০ হাজার আবাসন ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৭৯ হাজার ইউনিট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
আল দারদারি বলেন, ২০১৪ সালে ইসরায়েল ও হামাসের মধ্যে ৫১ দিনের সংঘাতের পর, গাজায় ২৪ লাখ টন ধ্বংসাবশেষ হয়েছিল। বর্তমান সংঘাতে এরই মধ্যে ৩ কোটি ৭০ লাখ টন ধ্বংসাবশেষ হয়েছে।
তিনি আরও বলেন, গাজার সামগ্রিক পুনর্গঠনের জন্য আনুমানিক ৪০ থেকে ৫০ বিলিয়ন ডলারের মতো লাগতে পারে।
গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলায় প্রায় ১২০০ মানুষ নিহত হয়। এরপর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।
গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। যাদের অধিকাংশই নারী ও শিশু।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি