ছবি: ইউরোপের আকাশে রঙের খেলা
রাতের আকাশে বর্ণিল রঙের খেলা! এমনই এক ঘটনা দেখল পৃথিবীর উত্তর গোলার্ধের বাসিন্দারা। আকাশে বর্ণিল আলোর ঝলকানির এ ঘটনার নাম নর্দার্ন লাইটস বা অরোরা বোরিয়ালিস বাংলায় মেরুজ্যোতি বা মেরুপ্রভা।
শুক্রবার রাতে নর্দার্ন লাইটসের বিরল ঝলক দেখেছে বিশ্বের বড় অংশ। পৃথিবীর বায়ুমণ্ডলে একটি শক্তিশালী সৌরঝড়ের আঘাতে উত্তর গোলার্ধের আকাশজুড়ে এ দৃশ্য তৈরি হয়েছে। শেষবার ২০০৩ সালে এত শক্তিশালী ঝড় হয়েছিল।
ইংল্যান্ড, লন্ডন, বার্সেলোনা, প্রাগসহ ইউরোপের বিভিন্ন স্থান থেকে আকাশে এই রঙের খেলা দেখা গেছে। এটি আরও কয়েকদিন দেখা যেতে পারে।
বিশ্বজুড়ে আলোর রঙের খেলার সেরা কয়েকটি ছবি দেখে নেয়া যাক।