মেক্সিকো ইসরায়েলের বিরুদ্ধে আইসিজে'র গণহত্যা মামলায় যোগদানের কথা জানিয়েছে
এটি গাজা উপত্যকায় চলমান যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা মামলার অংশ হওয়ার জন্য আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) কাছে অনুরোধ জানিয়েছে ম্যাক্সিকো। গতকাল (২৯ মে) আইসিজে থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আইসিজের বিবৃতি অনুসারে, মেক্সিকো আইসিজে আইনের ৬৩ অনুচ্ছেদ এবং জাতিসংঘের ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশন কীভাবে গাজায় চলমান গণহত্যার ক্ষেত্রে প্রযোজ্য সে বিষয়ে মতামত দিতে আগ্রহ দেখিয়েছে।
দক্ষিণ আফ্রিকা ২০২৩ সালের ডিসেম্বরে গণহত্যা সংক্রান্ত জাতিসংঘের কনভেনশন ভঙ্গ করার দায়ে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করে। তুরস্ক, লিবিয়া, নিকারাগুয়া এবং কলম্বিয়াও পরবর্তীতে এ মামলায় যোগ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল।
গাজায় ফিলিস্তিনি জনগণকে রক্ষায় ব্যবস্থা নিতে দক্ষিণ আফ্রিকার অনুরোধে সাড়া দিয়ে ২৪ মে ইসরায়েলকে রাফাহতে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেয় আন্তর্জাতিক বিচার আদালত।
রায়ে বলা হয়েছিল, ইসরায়েলকে অবিলম্বে রাফাহতে সামরিক অভিযান এবং অন্য সব ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে হবে। নির্ভরযোগ্য কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্ট যেকোনো তদন্তকারী সংস্থাকে গণহত্যার অভিযোগ তদন্তের উদ্দেশ্যে গাজায় 'নিরবচ্ছিন্ন' যাতায়াত সুবিধা দিতে হবে।
কিন্তু আইসিজের রায় অমান্য করে রাফাহতে স্থল অভিযান চলমান রেখেছে ইসরায়েল। সম্প্রতি রাফাহর বেশ কিছু অঞ্চলে বিমান হামলা চালানো শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।