ইসরায়েলি গোলায় লিখলেন 'ওদেরকে শেষ করে দাও', সমালোচনার মুখে নিকি হ্যালি
সম্প্রতি ইসরায়েল সফরে গিয়েছেন রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী নিকি হ্যালি। সফরের একটি ছবি প্রকাশ হয়েছে তার। এতে দেখা যায়, তিনি ইসরায়েলের একটি গোলার ওপর লিখছেন, 'ফিনিশ দেম' (ওদেরকে শেষ করে দাও); 'আমেরিকা লাভস ইসরায়েল' (ইসরায়েলকে ভালোবাসে আমেরিকা)।
হ্যালির ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ইসরায়েলি রাজনীতিবিদ ও জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। ডানপন্থি এ সদস্যের আমন্ত্রণেই ইসরায়েল সফরে গিয়েছেন নিকি হ্যালি।
এই বার্তার জন্য হ্যালির কঠোর সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো।
প্রতিক্রিয়ায় বুধবার এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, 'যুদ্ধ কোনো স্টান্টবাজির জায়গা নয়। যুদ্ধেও একটা নিয়ম আছে। আর সেটা হলো বেসামরিক নাগরিকদের অবশ্যই রক্ষা করতে হবে।'
হিউম্যান রাইটস ওয়াচের সাবেক নির্বাহী পরিচালক কেনেথ রথ মঙ্গলবার রাতে এক্স-এ এক পোস্টে হ্যালি সম্পর্কে বলেন, 'আমি ইসরায়েলি যুদ্ধাপরাধের পক্ষে, এর থেকে এটা লিখলেন না কেন আপনি?'
পরে বুধবার এক্স-এ এক পোস্টে হ্যালি বলেন, 'ইসরায়েলকে তার জনগণকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য যা যা করা দরকার তা অবশ্যই করতে হবে।'
গত রবিবার বাস্তুচ্যুত তাঁবুবাসী ফিলিস্তিনিদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের হামলায় অন্তত ৪৫ জন বেসামরিক ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ার পর বিশ্ব নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা। গত সপ্তাহে এক রায়ে আদালত ইসরায়েলকে অবিলম্বে রাফায় সামরিক হামলা বন্ধের নির্দেশ দেন। তবে, ইসরায়েল গণহত্যার অভিযোগ অস্বীকার করেছে।
গত ৭ অক্টোবরের পর থেকে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের হামলায় গাজায় ৩৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন